চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

খুতুবাতে হাকীমুল ইসলাম ১-১০ খণ্ড

    আল্লামা কারী মুহাম্মদ তৈয়ব রহ.-এর বক্তৃতামালার অমর সংকলন : খুতুবাতে হাকীমুল ইসলাম ১-১০ খণ্ড হযরত হাকীমুল ইসলাম আল্লামা কারী মুহাম্মদ তৈয়ব রহ-কে আল্লাহ তায়ালা অশেষ ও অদ্বিতীয় দীনি খেদমতের সৌভাগ্যে সৌভাগ্যশালী। করেছেন। লেখা ও বয়ানের মাধ্যমে তিনি কুরআন ও সুন্নাহর সঠিক ও কার্যকর তালিম বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। এশিয়া, আফ্রিকা, ইউরাপে ও আমেরিকার শতাধিক দেশের কোটি মানুষ দীনের সঠিক বুঝ গ্রহণ ও তাতে অটল থাকার ব্যাপারে তার ইলম দ্বারা উপকৃত হয়েছেন। হাকীমুল ইসলাম রহ. যেমনিভাবে আকাবিরগণের রূহানী ফয়েযের ধারক ছিলেন তেমনিভাবে আল্লাহ তাকে ইলমী ফয়েযও দান করেছিলেন । বিশেষ করে পিতামহ হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবী রহ.-এর ইলমের সাথে পূর্ণ মুনাসাত দান করেছিলেন। এই বিশেষত্বের কারণেই তার বয়ান ও খুতবাসমূহের ফয়েয জাতির কোন বিশেষ স্তরের মধ্যে সীমাবদ্ধ নয়, সবার জন্য ব্যাপক বিস্তৃত। ইসলামী জীবন-যাপনের নানা বিষয়কে তিনি কুরআন-হাদীস, পূর্ববর্তী মনীষীদের ইলমের নির্যাস এবং স্বীয় জ্ঞান ও প্রজ্ঞার আলোকে সুচিন্তিত মতামতের সমন্বয়ে অপূর্ব দক্ষতার সাথে উপস্থাপন করেছেন। প্রতিটি বক্তৃতায় তিনি এক-একটি স্বতন্ত্র বিষয়কে তুলে এনেছেন। তার উপস্থাপনার ধরন, জ্ঞানের গভীরতা, উদাহরণ-উপমা, বুঝানোর পদ্ধতি, বিষয়ের গভীর থেকে গভীরে সন্তরণ পাঠককে সহজেই মুগ্ধ করে। পাঠকের বোধ ও বিশ্বাসে ছড়িয়ে দেয় জ্ঞান ও তাকওয়ার স্বচ্ছ স্রোতধারা। সকল শ্রেণির সচেতন পাঠকের জন্যে বয়ানগুলো জীবন গড়ার অন্যতম পাথেয় হবে বলে আমরা বিশ্বাস করি। কুতুবে ইরশাদ হযরত হাকীমুল ইসলাম রহ. সম্পর্কে তিনটি ঐতিহাসিক মন্তব্য এক. তাসাউফ ও সুলুকের ইতিহাসে যে স্বাতন্ত্র্য ও মহাসৌভাগ্য কুতুবে ইরশাদ হযরত হাকীমুল ইসলাম মাওলানা কারী মুহাম্মদ তৈয়ব রহ.-কে আল্লাহ তাআলা দান করেছেন তা এই যে, তার মুরশিদ শায়খুল আলম হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. যখন মৃত্যুপীড়ায় আক্রান্ত, তখন তাকে দেখার জন্য হযরত কারী সাহেব তার কাছে উপস্থিত হলে হযরত থানভী রহ. তার হাতকে নিজের হাতের মধ্যে নিয়ে চুমু খেলেন। এবং স্বীয় বক্ষ মোবারকের উপর রেখে বললেন, এ হাত দ্বারা আমি আমার অন্তরে আশ্চর্যজনক এক প্রশান্তি ও তৃপ্তি অনুভব করছি। তারপর হযরত হাকীমুল ইসলাম রহ.-এর ইলমী, আমলী ও রূহানী ফয়েজ এবং স্বাস্থ্য, সুস্থতা ও জীবনে বরকতের জন্য মাকবুল দুআ করে বিদায় দিলেন। দুই. আরিফ বিল্লাহ হযরত মাওলানা সাইয়েদ আসগর হুসাইন মিয়া সাহেব রহ. হযরত হাকীমুল ইসলাম রহ. সম্পর্কে বলেন, মাওলানা মুহাম্মদ তৈয়ব আমার স্নেহভাজন, স্বীয় বুযর্গগণের ইলমী বৈশিষ্ট্যাবলী এবং রূহানী নেসবতসমূহ আল্লাহ তাআলা তার মধ্যে একত্র করে দিয়ে তাকে আপাদমস্তক ফয়েয ও বরকতময় করে তুলেছেন। তিন. খতীবে আযম, আমীরে শরীয়ত হযরত মাওলানা সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহ. ভারত বিভাগের পূর্বে মুলতানের খায়রুল মাদারিস-এর বার্ষিক সভায় হযরত মাওলানা খায়র মুহাম্মাদ সাহেবের আন্তরিক দাওয়াতে গুরুত্বসহকারে অংশগ্রহণ করতেন। হযরত হাকীমুল ইসলাম রহ.-এর এ সভায় নিয়মিত অংশগ্রহণ এবং বিশেষ বিশেষ ধর্মীয় বিষয়াদির উপর অদ্বিতীয় ও নজিরবিহীন বয়ান এ জলসার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়ে গিয়েছিল। এ সম্পর্কে আমীরে শরীয়ত হযরত শাহ সাহেব রহ. হযরত হাকীমুল ইসলাম রহ, সম্পর্কে নিজের গভীর সম্পর্ক ও ভালবাসা এবং তাঁর ইলমের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বলতেন, আমি এ জলসায় শুধু তার ওয়াজ শোনার জন্য উপস্থিত হয়ে থাকি। তিনি আরো বলতেন, তাঁর এক তাকরিরে আমার সারা বছরের অসংখ্য তাকরিরের বিষয়াদি তৈরি হয়ে যায় ।
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
t

এই লেখকের আরো বই