চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

গার্ডিয়ান এর সিরাত প্যাকেজ

    প্রশ্নোত্তরে ‍সিরাতুন্নবি (সা.):-- প্রকাশকের কথা যেকোনো নির্মাণকাজের জন্য নির্মাতাকে পূর্ব প্রস্তুতকৃত কোনো মডেল অনুসরণ করতে হয়। মডেল যত নিখুঁত ও সুন্দর হয়, নির্মাণকাজও তত সুন্দর ও অনুপম হয়। বস্তুগত কোনো অবকাঠামো নির্মাণের জন্য যেমন মডেল অনুসরণ করতে হয়, ঠিক তেমন একজন মানুষকে মানুষ হিসেবে নির্মাণ করতেও মডেল মানুষের দরকার হয়। সন্দেহাতীতভাবে প্রমাণিত, মানুষ নির্মাণের অনুপম মডেল ‘উসওয়াতুন হাসানা’ বিশ্বনবি মুহাম্মাদ (সা.)। যারা নিজেদের সত্যিকারের মানুষ হিসেবে বিনির্মাণ করতে চান, তাদের অবশ্যই বিশ^ মানবতার মডেল রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণ ও অনুকরণ করতে হবে। রাসূল জীবনের পরিপূর্ণ আয়না হচ্ছে সিরাত গ্রন্থ। আলহামদুলিল্লাহ্, দুনিয়াব্যাপী রাসূলের সিরাত নিয়ে আলোচনা হচ্ছে, লেখালিখি হচ্ছে, প্রবন্ধ হচ্ছে, গ্রন্থ রচিত হচ্ছে। বাংলা সাহিত্যেও সিরাত নিয়ে প্রচুর কাজ হয়েছে। অনেক শায়েখ ও ওলামায়ে কিরাম সিরাত গ্রন্থ লিখেছেন। পৃথিবীর সেরা সিরাত গ্রন্থগুলোর বাংলা অনুবাদও হয়েছে। বিভিন্ন মুহতারাম শায়েখবৃন্দ রাসূলের জীবনীর ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটকে সামনে এনে লিখেছেন। প্রত্যেকটি প্রেক্ষাপটে লেখা সিরাত গ্রন্থ উম্মাহর জন্য অতি মূল্যবান হীরকখÐ। সিরাত নিয়ে শত কাজের ভিড়ে প্রশ্নোত্তরে সিরাতুন্নবি (সা.) গ্রন্থটি একটি নতুন সংযোজন। প্রশ্নোত্তরের মাধ্যমে রাসূল (সা.)-এর জীবনী অধ্যয়নের এই ভিন্ন ধাঁচের গ্রন্থ সিরাতপ্রেমী মানুষদের হৃদয়ে নতুন করে দোলা দেবে ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, কৌত‚হলের বহিঃপ্রকাশ। আর উত্তর হলো উদ্ভ‚ত ত‚লের নিবৃত্তি। প্রশ্ন এবং তার উত্তর খুঁজে বের করার মাধ্যমে মূলত টেকসই জ্ঞান অর্জিত হয়। যেসব কৌত‚হলী পাঠক রাসূল (সা.)-এর জীবন প্রণালী থেকে জ্ঞান অর্জন করতে চান, এ গ্রন্থটি তাঁদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস। তরুণ ইসলামি চিন্তাবিদ, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান সাহেব অত্যন্ত পরিশ্রম করে ৫০০০ প্রশ্নোত্তরের মাধ্যমে বিশ্বনবির জীবনের একটা দারুণ স্কেচ এঁকেছেন। বিদগ্ধ পাঠক এই স্কেচ দেখে পুলকিত হবেন বলে আশা করছি। বিশ^নবির সিরাত নিয়ে কাজ করতে পেরে ‘গার্ডিয়ান পাবলিকেশন্স’ গর্বিত ও শিহরিত। সম্মানিত লেখক দীর্ঘ অধ্যাবসায়ের মাধ্যমে গ্রন্থটি রচনা করে বাংলাভাষী মুসলিম উম্মাহর জন্যে যে খেদমত করলেন, তার উত্তম প্রতিদান আল্লাহ তায়ালার কাছে কামনা করছি। বইটিকে মলাটবদ্ধ করার ক্ষেত্রে উৎসাহ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করায় শ্রদ্ধাভাজন নিজামুল হক নাঈম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা গ্রন্থটিকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তবুও ভুল-ত্রæটি থাকা অস্বাভাবিক নয়। আপনাদের যেকোনো সংশোধনী আমরা সম্মানের সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ। এই সিরাত গ্রন্থটি অধ্যয়ন করে প্রতিটি মনুষ্য সত্তা নির্মিত হোক রাসূল (সা.)-এর মডেলে। আল্লাহ তায়ালা আমাদের সামগ্রীক কর্মপ্রচেষ্টা কবুল করুন। বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ:--- বাবা হারানো শিশুদের সামনে কখনো চার বছরের পিতৃহারা শিশু মুহাম্মাদ -কে দাঁড় করিয়েছেন? বাবা-মা হারানো এতিম শিশুর সাথে কখনো কি পাঁচ বছরের এতিম মুহাম্মাদ -এর বন্ধুত্ব গড়ে দিতে পেরেছেন? আমাদের টিনএজ প্রজন্ম একুশ শতকের আজকের দিনে এসে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, কিশোর মুহাম্মাদ সাড়ে চোদ্দোশো বছর আগে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জ সামলিয়েছিলেন দারুণভাবে। তিনি তারুণ্যের সংকট মোকাবিলা করেছেন, তারুণ্যের রক্ত ও শক্তি পরিশীলিত সমাজ গঠনে কাজে লাগিয়েছেন। আজকের তরুণরা সেদিনের যুবক মুহাম্মাদকে পড়ে ইমপ্রেস না-হয়ে পারবেই না! নবুওয়াতের আগেই একজন ক্রিয়াশীল ইফেক্টিভ মানুষ হিসেবে সমাজে জায়গা করে নেওয়া মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ত্রিশের কোঠার টগবগে মানুষগুলোর রোল মডেল না-হয়ে কি পারে?নবুয়্যতের পরের নবিজি -এর যাপিত জীবন, কর্মপদ্ধতি আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তো অতুলনীয়, অসাধারণ! রাসূল -এর জীবনকে নানাভাবে লেখা হয়েছে। আমেরিকান ইউনিভার্সিটি অব কুয়েতের প্রফেসর ড. হিশাম আল আওয়াদি তাঁর Muhammad: How He Can Make You Extra-Ordinary বইয়ের মাধ্যমে এক নতুন ধারায় রাসূল -কে উপস্থাপন করেছেন। বইটির মাধ্যমে শৈশবের নবিজিকে দেখিয়ে শিশুদের করণীয় খুঁজে দিতে পারবেন, বাবা-মা তার সন্তানকে প্রতিপালনের ধারণা নিতে পারবেন, তরুণরা তাদের আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উপাত্ত খুঁজে পাবেন। উদ্ভ‚ত সমস্যার সমাধানে রাসূলুল্লাহ -এর স্টাইল যে কেউ নিজের জীবনে প্রয়োগ করার পথরেখা পাবেন। রাসূল -এর মতো নিখুঁত ও স্মার্ট হওয়া হয়তো অনেক কঠিন; এই বই আপনাকে অন্তত তার কাছাকাছি নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। অসাধারণ এই বই ‘বি স¥ার্ট উইথ মুহাম্মাদ ’ নামে অনুবাদ করেছেন প্রিয় ভাই মাসুদ শরীফ। আল্লাহ তায়ালা তাঁকে উত্তম জাযাহ দান করুন। বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে। বইটি নিয়ে পাঠকদের আগ্রহ সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে। স্যোশাল মিডিয়াতে এই বই নিয়ে কয়েকজন সম্মানিত আলেমসমালোচনা করেছেন, প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা প্রত্যেকটি গঠনমূলক সমালোচনাকেগুরুত্বের সাথে নিয়ে বেশ কয়েকজন খ্যাতিমান আলেমের সাথে আলোচনা করে ত্রæটিগুলো সংশোধন করার চেষ্টা করেছি। যারা ভুলগুলো আন্তরিকতার সাথে ধরিয়ে দিয়েছেন, সমকালীন সমাজবাস্তবতায় নবি ও নবি পরিবার:... রাসূল ﷺ-এর ঘটনাবহুল ও বর্ণাঢ্য জীবনকে ঘিরে পৃথিবীর বিভিন্ন ভাষায় অসংখ্য বই লিখিত হয়েছে। এ কথা সত্য যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদ ﷺ-এর বহুমাত্রিক জীবনকে কেতাবি আয়তনে ফলিয়ে তোলা অত্যন্ত দুঃসাধ্য কাজগুলোর একটি। বক্ষ্যমাণ বইটিতে লেখক সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে নবিপরিবার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাজির করেছেন। পাশাপাশি নবিজির ব্যক্তি ও পারিবারিক বিষয়ে সমালোচকদের উত্থাপিত অভিযোগগুলোর দাঁতভাঙা জবাব দিয়েছেন তিনি। দেখিয়েছেন, কোনোরূপ সহিংসতা নয়; বরং শান্তিই ইসলামের মর্মবাণী। নবিজীবন আলোচনার ক্ষেত্রে নিঃসন্দেহে এটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। কর্তব্যনিষ্ঠা, নিয়মানুবর্তিতা, দৃঢ় নেতৃত্ব এবং অপরিসীম মমতায় কী করে নবিজি আগলে রেখেছিলেন নিজ পরিবার-পরিজন ও অনুসারীদের—বইটিতে সেই জীবনালেখ্য চিত্রিত হয়েছে চৌকস ও গতিশীল ভাষ্যে। মুহাম্মাদ ﷺ দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার:--- প্রিয় নবিজিকে নিয়ে দুনিয়াব্যাপী প্রতিটি মুহূর্তে আলাপ চলমান এবং কিয়ামত পর্যন্ত তা অবিরাম চলতেই থাকবে। নবিজির শানে গান-কবিতার মালা গাঁথা হয়েছে কত শত। নবিজীবনের ছবি আঁকতে কলম রাঙিয়েছে কত হাজার পৃষ্ঠা! তবুও যেন শেষ হয় না তাঁর বর্ণনা। তবুও ফুরোয় না তাঁকে আরও গভীরভাবে জানার আকুতি! তাঁর জীবন-পাতায় পরিভ্রমণের অর্থ—একজন অনুপম চরিত্র ও কোমল হৃদয়ের অধিকারী, শান্তিকামী, অধিকার সচেতন, পরমত সহিষ্ণু, বিশ্বস্ত বন্ধু, সুহৃদ বাবা, সোহাগি ও মনোযোগী স্বামী, স্নেহবৎসল নানা, ধৈর্যের উপমা, প্রেরণার উৎস, ইস্পাতকঠিন দৃঢ়তার অধিকারী, লক্ষ্যজয়ী, সফল সমরনায়ক ও দূরদর্শী নেতার সাথে সাক্ষাৎ করা। তাঁকে পাঠের অর্থ হলো—একটি সার্থক বিপ্লব ও সোনালি সভ্যতার নির্মাণকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। তাঁকে খোঁজার অর্থ হলো- নিজেকে ভেঙে নববি ছাঁচে নতুন করে গড়ার আকাঙ্ক্ষা। সেই আকাক্সক্ষা থেকেই আয়োজিত হয়েছিল বিশ্বে সিরাতগ্রন্থ রচনা প্রতিযোগিতা—১৯৭৬। রাবেতায়ি আলামে ইসলামি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় সারা বিশ্বের প্রথিতযশা সিরাতবেত্তাগণ জমা দিয়েছিলেন ১১৮২টি সিরাত গবেষণাকর্ম। বিশ্বে আয়জনের সেই বিশাল সমাহার থেকে দ্বিতীয় স্থান অধিকারী সিরাত গ্রন্থের নাম ‘খাতামুন-নাবিয়্যিন’ (Muhammad ﷺ The Final Messenger)। সেই অমূল্য রত্নেরই বাংলা অনুবাদ ‘মুহাম্মাদ ﷺ দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার’। ফুটস্টেপস অব প্রোফেট ﷺ:-- মানবেতিহাসের মহানায়ক মুহাম্মাদ ﷺ-এর জীবন ছিল এমন এক মহাসমুদ্র, যেখান থেকে মণি-মুক্তা সন্ধানের কাজ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সমকালীন দুনিয়ার প্রখ্যাত স্কলার ড. তারিক রমাদান তাঁর ফুটস্টেপস অব প্রফেট গ্রন্থে খুব সংক্ষেপে এ মহামানবের জীবনকে একটু ব্যতিক্রমী ঢঙে দেখানোর চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ ﷺ-এর জীবনের খুঁটিনাটি ঘটনাপ্রবাহ নয়; তিনি ফোকাস করেছেন তাঁর রেখে যাওয় সেই সব শিক্ষার ওপর, যা সচরাচর আলোচিত হয় না এবং যা সময়ের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যুগ-যুগান্তরের মানুষের কাছে মহামূল্যবান পাথেয় হিসেবে উপস্থিত হয়। ফুটস্টেপস অব প্রফেট রাসূলুল্লাহ ﷺ-এর একটি ব্যতিক্রমী জীবনীগ্রন্থ। নবিজীবনের ফুটস্টেপগুলো থেকে নিংড়ে বের করা কালোত্তীর্ণ শিক্ষার নির্যাস গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। বি জিনিয়াস উইথ মুহাম্মদ:--- ঊষর মরুর বুকে বেড়ে উঠা একজন ব্যক্তির পক্ষে কি গোটা বিশ্ব খোলনলচে বদলে দেওয়া সম্ভব? তাও আবার মাত্র তেইশ বছরের সংক্ষিপ্ত মিশনে? হ্যাঁ, অসামান্য যোগ্যতা আর ধীশক্তির গুণে এই অসাধ্যকেই সাধন করেছিলেন বিশ্বমানবতার নবি মুহাম্মাদ ﷺ। একাধারে তিনি ছিলেন আল্লাহর রাসূল, তুখোড় রাজনীতিবিদ, বীর যোদ্ধা, অন্তরঙ্গ বন্ধু এবং অনুপম ব্যক্তিত্বের অধিকারী। একজন মানুষের পক্ষে সকল দিক থেকে যতটা জিনিয়াস হওয়া সম্ভব, তার সবটুকুই নিজ চরিত্রে প্রতিফলিত করেছিলেন রাসূল ﷺ। জীবনের প্রত্যেক পরতে কীভাবে তিনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে গেলেন, তারই সুখপাঠ্য পর্যালোচনা হাজির করা হয়েছে এই বইটিতে। পাশাপাশি মুমিনের জন্য পেশ করা হয়েছে ওহির বিধান এবং নবিজির আদর্শে উজ্জীবিত হয়ে আলোকিত জীবন গড়ে তোলার পথনির্দেশিকা। মাআল মুস্তফা:--- নবিজির জীবনী আমাদের কাছে উন্মুক্ত বই। সেখান থেকে পৃষ্ঠা উলটিয়ে যা ইচ্ছে আমরা পড়তে পারি, শিখতে পারি। প্রতিটি অধ্যায় মণি-মুক্তোয় ভরপুর। পৃথিবীর সকল সেলিব্রেটি অন্তত কিছু না কিছু ‘একান্ত ব্যক্তিগত’ বলে গোপন করে। কিন্তু দেখুন না আমাদের নবিজিকে; সবকিছুই তিনি উন্মুক্ত করেছেন উম্মতের জন্য। নবিজির বহির্জীবন নিয়ে বলেছেন সাহাবিগণ, ঘরের জীবন নিয়ে বলেছেন উম্মুল মুমিনিন। তাঁরা নবিজির জীবনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছেন এবং সেগুলো দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছেন। কোনো কোনো ক্ষেত্রে আমাদের বাবা-মা কিংবা শিক্ষকের চেয়েও নবিজিকে বেশি জানি। অনেক ক্ষেত্রেই আমরা নিজেদের চেয়েও নবিজিকে বেশি উপলব্ধি করতে পারি এবং ভালোবাসি। আমাদের ধ্যান-জ্ঞান এবং আগ্রহের কেন্দ্রবিন্দু ‘উসওয়াতুন হাসানা’ প্রিয় নবিজি। ‘মাআল মুস্তফা’ গ্রন্থে আমরা নবিজিকে আরেকবার জীবনের সাথে মিলিয়ে নেবো, তাঁর জীবন থেকে পাথেয় কুড়িয়ে নেবো ইনশাআল্লাহ।,
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
t

এই লেখকের আরো বই