চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

হাদীস সচেতন প্যাকেজ

    হাদীসের নামে জালিয়াতি:--- "হাদীসের নামে জালিয়াতি : প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা" বইয়ের সংক্ষিপ্ত কথা: বইয়ের কলেবর বৃদ্ধির একটি কারণ হলো, প্রায় সকল বিষয়ে বানোয়াট হাদীসগুলো আলোচনার সময় সে বিষয়ে বর্ণিত সহীহ হাদীসগুলোর বিষয়ে কিছু আলোকপাত করতে হয়েছে। দুটি কারণে তা করতে হয়েছে: প্রথমত: অনেক সময় জালিয়াতগণ জাল হাদীস তৈরি করার সময় সহীহ হাদীসের কিছু শব্দ ও বাক্য তার সাথে জুড়ে দেয়। এছাড়া অনুবাদের কারণে অনেক সময় জাল ও সহীহ হাদীসের অর্থ কাছাকাছি মনে হয়। এজন্য শুধু জাল হাদীসটি উল্লেখ করলে সাধারণ পাঠকের মনে হতে পারে যে, এ বিষয়ে সকল হাদীসই বুঝি জাল। অথবা, এ অর্থের একটি হাদীস অমুক গ্রন্থে রয়েছে, কাজেই তা জাল হয় কিভাবে। দ্বিতীয়ত: শুধু জাল হাদীস চিহ্নিত করাই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো বিশ্বাসে ও কর্মে জাল হাদীস বর্জন করে সহীহ হাদীসের উপর আমল করে নিজেদের নাজাতের জন্য চেষ্টা করা। এজন্য জাল হাদীস উল্লেখের সময় সে বিষয়ক সহীহ হাদীসগুলো সম্পর্কে সংক্ষেপে হলেও কিছু বলেছি। সম্মানিত পাঠককে একটি বিষয়ে সাবধান করতে চাই। আমরা জানি যে, নিজে কর্ম করার চেয়ে অন্যের সমালোচনা করা অনেক বেশি সহজ ও মানবীয় প্রবৃত্তির কাছে আনন্দদায়ক। এজন্য অনেক সময় আমরা একটি নতুন বিষয় জানতে পারলে সে নতুন জ্ঞানকে অন্যের দোষ ধরার জন্য ব্যবহার করি। এটা ঠিক নয়। এ বই থেকে আমরা অনেক জাল হাদীসের কথা জানতে পারব। এ জ্ঞান আমাদেরকে সহজেই শয়তানের খপ্পরে ফেলে দিতে পারে। আমরা চায়ের দোকানে, মসজিদে, ওয়াযে, আলোচনায় বিভিন্ন ব্যক্তি বা দলকে সমালোচনা করে বলতে পারব যে, তারা অমুক জাল হাদীসটি বলেন বা পালন করেন। এ কর্মের দ্বারা আমরা সাওয়াবের পরিবর্তে গোনাহ অর্জন করব। এ বইটি লেখার উদ্দেশ্য তা নয়। এ বইটি লেখার উদ্দেশ্য হলো আমরা অনির্ভরযোগ্য, ভিত্তিহীন ও বানোয়াট ‘হাদীসে’র পরিবর্তে সহীহ হাদীসগুলোর উপর নির্ভর করে নিজেদের কর্ম ও বিশ্বাসকে আরো উন্নত করব। যে সকল সহীহ হাদীস আমরা জানতে পারব সেগুলো ব্যক্তিগতভাবে পালন করব এবং অন্যদেরকে পালন করতে উৎসাহ দেব। যে সকল জাল হাদীসের বিষয়ে জানতে পারব সেগুলো কখনোই আর হাদীস হিসেবে বলব না বা পালন করব না। কেউ তা করলে সম্ভব হলে ভালবাসা ও শ্রদ্ধাবোধের সাথে সংশোধনের চেষ্টা করব। সর্বাবস্থায় মহিমাময় করুণাময় আল্লাহর কাছে তার ও আমাদের নিজেদের ক্ষমা ও কবুলিয়তের জন্য দোয়া করব। “হাদীসের নামে জালিয়াতি : প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা” বইটির প্রথম অংশের কিছু কথাঃ মহান আল্লাহ তাঁর প্রিয় সৃষ্টি মানব জাতিকে অত্যন্ত ভালবাসেন। মানুষকে তিনি সৃষ্টি সেরা হিসাবে তৈরি করেছেন। তাকে দান করেছেন জ্ঞান, বিবেক ও যুক্তি যা তাকে উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের পথে পরিচালিত করে। মানুষের এ জ্ঞানের সীমাবদ্ধতা আছে। মানুষ তার জ্ঞান, বিবেক ও বিবেচনা দিয়ে তার পার্থিব জগতের বিভিন্ন বিষয়ে অনেক কিছু জানতে পারে এবং নিজেকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে, কিন্তু তার ইন্দ্রিয়ের বাইরের কিছু সে জানতে পারে না। এজন্য ইন্দ্রিয়ের অতীত কোন বিষয়ে মানুষ জ্ঞান, বিবেক বা যুক্তি দিয়ে সঠিক সমাধানে পৌঁছাতে অনুরূপভাবে সক্ষম হয় না । আমরা ইতহাসের দিকে তাকালেই তা বুঝতে পারি। জাগতিক বিষয়গুলো মানুষ অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে জানতে পারে। কিভাবে চাষ করলে বেশি ফল ফসল হবে, কিভাবে বড়ি বানালে বেশি টেকসই হবে, কিভাবে গাড়ি বানালে দ্রুত চলবে, কিভাবে রান্না করলে খাদ্যমানের বেশি সাশ্রয় হবে, কিভাবে ব্যবসা করলে লাভ বেশি হবে বা পুঁজির নিরাপত্তা বাড়বে, কিভাবে চিকিৎসা করলে আরোগ্যের সম্ভাবনা, নিশ্চয়তা বা হার বাড়বে ইত্যাদি বিষয় মানবীয় অভিজ্ঞত, গবেষণা, যুক্তি ও চিন্তার মাধ্যমে জানা যায়। কিন্তু ধর্মীয় বিশ্বাস, কর্ম ও আচার আচরণ বিষয়ক জ্ঞান কখনো অভিজ্ঞতা বা ঐন্দ্রিক জ্ঞানের মাধ্যমে জানা যায় না। আল্লাহর সম্পর্কে বিশ্বাস কিরূপ হতে হবে, কিভাবে নবী-রাসূলগণের উপর বিশ্বাস রাখতে হবে, পরকালের সঠিক বিশ্বাস কী, কিভাবে আল্লাহাকে ডাকতে হবে, কোন কর্ম করলে তাঁর রহমত ও বরকত বেশি পাওয়া যাবে, কিভাবে চললে আখেরাতে মুক্তির সম্ভাবনা বাড়বে, কোন পদ্ধতিতে চললে দ্রুত আল্লাহর বন্ধুত্ব অর্জন করা যাবে, কোন কাজ করলে বেশি সাওয়াব অর্জন করা যাবে, কোন কর্মে পাপের. বইটির সংক্ষিপ্ত সূচিপত্রঃ * হাদীস ও হাদীসের নামে জালিয়াতি * মিথ্যা ও ওহীর নামে মিথ্যা * মিথ্যা প্রতিরোধে সাহবীগণ * জালিয়াতি প্রতিরোধে মুসলিম উম্মাহ * মিথ্যার কারণ ও মিথ্যাবাদীদের প্রকারভেদ * মিথ্যার প্রকারভেদ মাউযু হাদীস বা প্রচলিত জাল হাদীস:---- হাদীস হচ্ছে কুরআনের ইঙ্গিতবহ আয়াতের বিস্তৃত বিশ্লেষণ, গােপনীয় তথ্যের স্পষ্ট ব্যাখ্যা। যে এর অনুসারী হবে ও সংরক্ষণ করবে, সে হেদায়াত প্রাপ্ত হবে এবং দুনিয়া-আখেরাতে কল্যাণ লাভ করবে। আর যে একে অগ্রাহ্য করবে অথবা মুখ ফিরিয়ে নিবে, সে পথ ভ্রষ্ট এবং মহাক্ষতিতে নিমজ্জিত হবে। হাদীসের নামে জালিয়াতি করলে সে নিজে কঠিন পাপের নিপতিত হয়ে ধ্বংশ হবে। তাতে মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য মিথ্যা থেকে রাসূলুল্লাহ (সা.)-এর উপর মিথ্যা সবচেয়ে জঘন্যতম গুনাহ। তাতে সহীহ হাদীসের উপর আমল করার সুযােগ থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি মিথ্যারােপ করা অন্য করাে প্রতি মিথ্যারােপ করার মতো নয়। আর মিথ্যারােপকারী অবশ্যই জাহান্নামে যাবে"- (সহীহুল বুখারী, কিতাবুল জানা'ইয, হাদীস নং- ১২১৪) মাউযু হাদীস বা প্রচলিত জাল হাদীস' শিরােনামে গ্রন্থটির লেখক “হাদীস বিজ্ঞানীগণ অসাধারণ পরিশ্রম করে ‘জারহ-তাদীল’ ও ‘আসমাউর রিজাল’ নামক স্বতন্ত্র শাস্ত্রের এক বিরাট তত্ত্ব ভাণ্ডার আবিষ্কার করে বানােয়াট হাদীস প্রতিরােধ করেন। আল্লাহ হাদীসকে কিয়ামত পর্যন্ত সুসংরক্ষিত রাখবেন তা প্রমান করতে ড. মুহাম্মদ মানজুরুর রহমান সক্ষম হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০০২ সনে এম.ফিল এবং ২০০৯ সনে পি-এইচডি ডিগ্রি অর্জনের মাধ্যমে প্রতিভা ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি গবেষণামূলক লেখালেখিতে মনােযােগী হয়েছেন দেখে আমি অত্যন্ত আনন্দিত। এ গ্রন্থটি হাদীস অনুসন্ধিস্য সাধারণ ছাত্র-ছাত্রী, পাঠকপাঠিকা, হাদীস শিক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ সহায়ক গ্রন্থ হবে বলে আমার বিশ্বাস।
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
t

এই লেখকের আরো বই