চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

স্বয়ং বরং

    অসীম জ্ঞানরাজ্যে হাজার প্রশ্ন মিশ্রিত জিজ্ঞাসার উত্তর খোঁজার নেশায় মানুষ অহর্নিশ ধ্যানী। বস্তুতঃ মানুষ চিন্তার অনিবার্য বিকাশের পথেই হাটতে অভ্যস্ত। কেননা সহজাত প্রকাশ ভঙ্গি অন্তর্নিহিত ভাবে বিদ্যমান মানবের মধ্যে। যুগেযুগে মানুষ তাই জ্ঞান অন্বেষনে সুদূর মহাকাশ থেকে মানব সভ্যতায় বারংবার ঘুরেফেরে। প্রকারন্তরে জ্ঞানের তাই শ্রেণি নেই। ক্ষুদ্র জ্ঞান বা জ্ঞান সমাহারের সূত্র তাই বলে দেয় ভবিষ্যতের বার্তা। আমরা যেমন যন্ত্রু, পশু পাখি, বৃক্ষ লতার সাথে কথা বলে পরিবেশ নির্ণয় করেছি। তেমনি নিয়ন্ত্রন করছি প্রকৃতির নানা অনুসঙ্গ পরিবেশকে। প্রতিটি মূহুর্ত আমরা যেমন মানব কল্যানে বার্তা উপস্থাপন করছি। তেমনি প্রকৃতিও প্রতি ক্ষণে খবর পরিবেশন করছে। এখানে সেই সংযোগটি জ্ঞানের মাধ্যমে আমরা মানব সভ্যতার চেতনা ও মননকে অপারেশন করে প্রতিস্থাপন করছি মাত্র। প্রকৃতির এই মহাভান্ডারের সাথে অতিকায় ক্ষুদ্র প্রাণি থেকে সবকিছুই একই সূত্রে গাঁথা। আমাদের অনেক কিছ্ইু অজানা। কিন্তু জানার অবিচল আগ্রহে মানুষ নেশাগ্রস্ত। মানুষই যে শ্রেষ্ঠ এর দাবীদার কেবলমাত্র মানুষই। অন্য কোন প্রাণি এই দাবীকে সমর্থন করেনি। স্থান, কাল ও পরিবেশে সকলেই যার যার অবস্থানে শ্রেষ্ঠ। জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির পার্থক্যের নিরিখে আমাদেরকে মহিয়ান বলতে অভ্যস্ত। সর্ব স্বয়ং সত্ত্বার সাথে নিজেকে মেলে ধরলেই মহাভান্ডকে অনুভব করা সম্ভব। এই অনুভবে যখন মিথস্ক্রিয়া ঘটবে কেবল তখনই জানতে পারব সবকিছুই যেন পরম আত্মীয়। স্বয়ং বরং গ্রন্থটি অপেক্ষাকৃত ভালো বা মন্দের মানব সৃষ্ট দ্বন্দে আমরা যখন কাহিল, বিপর্যস্ত। যখন মানব জীবনটাই হ্যাঙ্গারে ঝুলে আছে ঠিক তখনই আমরা প্রশান্তির শুভ্র সাগরে ডুব দিতে পারি। ভাবতে পারি আমি কে?
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
শাহানুর আলম উজ্জ্বল
শাহানুর আলম উজ্জ্বল মনেপ্রাণে একজন কবি। পেশায় তিনি গণমাধ্যমকর্মী। যশোরের চৌগাছার জগন্নাথপুর (মুক্তিনগর) গ্রামে সম্ভ্রান্ত পরিবাওে তাঁর জন্ম। পিতা এম মহাসীন আলী ও মাতা মোছাঃ আনোয়ারা বেগম। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর নিবিড় পর্যবেক্ষণ ও ভালোবাসা। বহু কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছড়া, গান তিনি রচনা করেছেন। লেখালেখির পথকে প্রশস্ত করার জন্য তিনি ২০০২ সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানারে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দৈনিক ভোরের কাগজ, ঢাকা পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক গ্রামের কাগজ, যশোর পত্রিকায় স্টাফ রিপোর্টার ও কালের কণ্ঠ পত্রিকায় সংবাদকর্মী হিসাবে কর্মরত। 
সাহিত্য চর্চার কারনে ২০১১ সালে কবি আহম্মদ আলী সাহিত্যরত্ন পুরস্কারে ভূষিত হন। দৈনিক গ্রামের কাগজে প্রকাশিত রিপোর্টিং এর জন্য, ব্র্যাক কর্তৃক যক্ষা বিষয়ক সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০১২ পান। ২০০৪ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রতিচ্ছবি প্রকাশিত হয়। ২০১৬ সালে অমর একুশে গ্রন্থ মেলায় স্বপ্নসারথি;কাব্যে বাংলাদেশের ইতিহাস” প্রকাশ পায়। এই গ্রন্থ সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে। পাঠকের চাহিদার বিবেচনায় এ বছরের জুন মাসে দ্বিতীয় মুদ্রণ করা হয়। ২০১৭ সালে ”জলের অন্তরে মাটি,’’ ২০১৮ সালে ”সঞ্চিত সরোবর” ও ২০১৯ সালে জীবন দর্শনে চতুশ্চরণ” কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ’’স্বয়ং বরং’’ তাঁর ষষ্ঠ কাব্যগ্রন্থ। 

এই লেখকের আরো বই