চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

স্বপ্নসারথি; কাব্যে বাংলাদেশের ইতিহাস

    কাব্যে বাংলাদেশের ইতিহাস স্বপ্ন সারথি’ বইটি অন্যান্য প্রথম লেখকের মত ভয়ভীতি, সন্দেহ, আজানা আশংকার মধ্য দিয়ে কষ্টসাধ্য রচনা। যেমন কোন মা প্রথম যখন গর্ভবতি হন তখন তার অনুভূতি নিরন্তর অজানা আতংকে ভোগেন। আমার অবস্থা বলা চলে অনেকটা তাই। বস্তুতঃ যে সন্তানটি ভূমিষ্ট হলো সে আমার জাতির জন্য কি নতুন বার্তা বহন করল তার বিচার করবেন সূধী জ্ঞান তাপসি পাঠকমহল। বাংলাদেশের বহুবিধ ইতিহাস রচনা হয়েছে। কিন্তু কাব্যে ইতিহাস রচনা হয়েছে কিনা তা আমার অজানা। আমার ব্যক্তিগত দ্বীনতা স্বীকার করতে মোটেও দ্বিধা নেই। বাংলাদেশের রাজধানী ঢাকাতো নয়ই যশোর জেলার নিভৃত চৌগাছায় বসে এ লেখাটি তৈরি করা দুঃসাহসিক মহাযুদ্ধের পরিকল্পনা বৈকি। তীব্র বাসনা ও অহর্নিশ দগ্ধ হওয়া যন্ত্রনার ফসল হচ্ছে এই বইটি। অতীতের জ্ঞানী মনীষীদের মনীষা ইতিহাসের তথ্য, ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি, প্রখ্যাত ব্যক্তি, কৃতি সন্তান, পূরাকীর্তি, দর্শনীয় স্থান, ভূসম্পদ, জনসংখ্যা, ও আয়তনের তথ্য নির্ভর বইটি কাব্যিকতায় রচিত হয়েছে। যেটা সহজেই পাঠকবৃন্দ জানতে পারবেন। কাব্যে ইতিহাস লেখা বইটি নতুন করে ভাবনার জগতে অনুরণন ঘটাবে বলে আমার বিশ্বাস। এই লেখা তখনই সার্থক হবে যখন পাঠকবৃন্দ তাদের যুক্তিযুক্ত সমালোচনা করবেন। পাঠকবৃন্দের জ্ঞানগর্ভ মতামত আমাকে আরো উৎসাহিত করবে এমটিই দৃঢ়তা ও বিশ্বাসের মধ্যে অহর্নিশ জ্বলছে আমার বোধের চুলা।
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
শাহানুর আলম উজ্জ্বল
শাহানুর আলম উজ্জ্বল মনেপ্রাণে একজন কবি। পেশায় তিনি গণমাধ্যমকর্মী। যশোরের চৌগাছার জগন্নাথপুর (মুক্তিনগর) গ্রামে সম্ভ্রান্ত পরিবাওে তাঁর জন্ম। পিতা এম মহাসীন আলী ও মাতা মোছাঃ আনোয়ারা বেগম। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর নিবিড় পর্যবেক্ষণ ও ভালোবাসা। বহু কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছড়া, গান তিনি রচনা করেছেন। লেখালেখির পথকে প্রশস্ত করার জন্য তিনি ২০০২ সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানারে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দৈনিক ভোরের কাগজ, ঢাকা পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক গ্রামের কাগজ, যশোর পত্রিকায় স্টাফ রিপোর্টার ও কালের কণ্ঠ পত্রিকায় সংবাদকর্মী হিসাবে কর্মরত। 
সাহিত্য চর্চার কারনে ২০১১ সালে কবি আহম্মদ আলী সাহিত্যরত্ন পুরস্কারে ভূষিত হন। দৈনিক গ্রামের কাগজে প্রকাশিত রিপোর্টিং এর জন্য, ব্র্যাক কর্তৃক যক্ষা বিষয়ক সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০১২ পান। ২০০৪ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রতিচ্ছবি প্রকাশিত হয়। ২০১৬ সালে অমর একুশে গ্রন্থ মেলায় স্বপ্নসারথি;কাব্যে বাংলাদেশের ইতিহাস” প্রকাশ পায়। এই গ্রন্থ সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে। পাঠকের চাহিদার বিবেচনায় এ বছরের জুন মাসে দ্বিতীয় মুদ্রণ করা হয়। ২০১৭ সালে ”জলের অন্তরে মাটি,’’ ২০১৮ সালে ”সঞ্চিত সরোবর” ও ২০১৯ সালে জীবন দর্শনে চতুশ্চরণ” কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ’’স্বয়ং বরং’’ তাঁর ষষ্ঠ কাব্যগ্রন্থ। 

এই লেখকের আরো বই