জাহানারা মুক্ত
লেখক জাহানারা মুক্ত ১৯৫৫ সালের ২৯ ডিসেম্বর যশোর জেলার মণিরামপুর উপজেলার মাছনা গ্রামের নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করেন।
পিতা- ডা. সাদেক আলী তরফদার মাতা- আমেনা বেগম এর আট সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ।
তিনি বোধের সঞ্চার হবার শুরু থেকেই প্রগতিশীল কমিউনিস্ট আন্দোলনের সাথে জড়িত। নিজের পছন্দে একজন বিপ্লবী কমরেড মুক্তিযোদ্ধা শামসুল হক’কে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করেন।
বিবাহসূত্রে তিনি এখন যশোর জেলার মণিরামপুর উপজেলার পানিছত্র গ্রামের বাসিন্দা। অন্যায়ের সাথে আপোষ তার স্বভাববিরুদ্ধ। যৌবনের ঊষালগ্ন থেকে শুরু করে বর্তমান বার্ধক্যের পাদপ্রান্তে দাঁড়িয়েও তিনি বিপ্লবকে জীবনের একমাত্র ব্রত হিসেবে গ্রহণ করেছেন। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো বলিষ্ঠ কণ্ঠস্বর এবং দীপ্ত মনোবলের অভাব পরিলক্ষিত হয়নি তার কখনো।
বিপ্লবী রাজনীতিতে সংশ্লিষ্টতার কারণে তাকে কারাবরণ করতে হয়। শিক্ষানুরাগী জাহানারা মুক্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সাথে যুক্ত আছেন। একটি বিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করছেন। এছাড়া তিনি একাধিক নারীসংগঠন পরিচালনা করেন।