আলী হাসান উসামা
৩৬০ আউলিয়ার পুণ্যভূমি, দুটি পাতা ও একটি কুঁঁড়ির দেশ সিলেটে জন্ম। লেখাপড়া করেছেন রাজধানীর নামকরা দুটো প্রতিষ্ঠানে। অনন্যসাধারণ মেধাবী এ তরুণ আলিম ছাত্রজীবনে তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভাগে ১ম, ফজিলতে ১২তম এবং তাকমিল ফিল হাদিসে ৬ষ্ঠ স্থান অধিকার করে। এরপর দু-বছর সময় ব্যয় করেছেন ফাতওয়া বিভাগে।
শিক্ষা সমাপনের পর ২০১৭ খ্রিষ্টাব্দে প্রবেশ করেন কর্মজীবনে। বর্তমানে এক স্বনামধন্য মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস পদে কর্মরত। পাশাপাশি ফাতওয়া বিভাগের সহযোগী মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা ছাড়াও তিনি লেখক, অনুবাদক, সম্পাদক, আলোচক ও খতিব হিসেবেও নিয়মিত কাজ করছেন।
আলী হাসান উসামা সময়ের প্রতিশ্রুতিশীল তরুণদের অন্যতম। ঈর্ষণীয় ইলমি যোগ্যতার পাশাপাশি তাঁর মধ্যে একত্র হয়েছে সহজ-সরল অসাধারণ রচনা ও অনুবাদ-দক্ষতা। ফলে স্বল্পসময়ে তিনি বেশ কয়েকটি বেস্টসেলার বইয়ের জন্য গুণীজনের প্রশংসা কুড়িয়েছেন। সম্পাদনার অঙ্গনেও তাঁর রয়েছে যথেষ্ট সুনাম। আলোকিত অঙ্গনে নিয়মিত পদচারণার মাধ্যমে নানারকম ইলমি কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন সময়ের এই প্রতিভাবান তরুণ।
লেখকের ‘ফিতনার বজ্রধ্বনি’র পর দ্বিতীয় মৌলিক গ্রন্থ হিসেবে ‘মুক্ত প্রাণের হে সন্ধানী’ বইটিও কালান্তরের বেস্টসেলার বইয়ের তালিকায় নাম উঠিয়েছে। এ ছাড়াও তাঁর অনূদিত ও সম্পাদিত কয়েকটি বই কালান্তর থেকে বেরিয়েছে এবং আরও কয়েকটি প্রকাশের অপেক্ষায় আছে।