মুহাম্মাদ আইনুল হক কাসিমী
জন্ম : সিলেট জেলার জকিগঞ্জ পৌরসভার কেছরী গ্রামে ১৯৯২ সালের ২০ অক্টোবর।
পিতা : মাওলানা শফিকুল হক। জামেয়া ইসলামিয়া ছায়ীদিয়া মাইজকান্দি জকিগঞ্জের সাবেক শিক্ষাসচিব ও মুহতামিম।
লেখাপড়া : সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা, দক্ষিণ সুরমা থেকে ২০১২ সালে তাকমিল ফিল হাদিস উত্তীর্ণ হন। তাখাসসুস ফি উলুমিল হাদিস অধ্যয়ন করেন বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী জামেয়া, চট্টগ্রাম থেকে ২০১৩ সালে। আযহারুল হিন্দ খ্যাত দারুল উলুম দেওবন্দ থেকে ২০১৪ সালে আবারও কৃতিত্বের সাথে তাকমিল ফিল হাদিস সমাপ্ত করেন।
এরপর সিলেট শহরস্থ জামেয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাটে শিক্ষকতার হাতেখড়ি। বর্তমানে সিনিয়র মুহাদ্দিস হিসেবে ঢাকার জামেয়া ফারুক্বিয়া ক্বাওমিয়া নানাখী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ-এ শিক্ষকতা করছেন।
কৈশোরেই শিশু-কিশোর পত্রিকা মাসিক গোলাপকুড়ি ও মাসিক কওমিকণ্ঠে গল্প ও কবিতার মাধ্যমে লেখালেখি শুরু করেন। এরপর বিভিন্ন মাসিক ও দৈনিকে অনিয়মিত প্রবন্ধ-নিবন্ধ লিখেন।
ইতিমধ্যে তার অনূদিত ‘যুবকদের বাঁচাও’, এবং ‘বিয়ে নিয়ে কিছু কথা’ পাঠকপ্রিয়তা অর্জন করেছে।
প্রকাশের অপেক্ষায় বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী ‘নওমুসলিমদের ঈমানদীপ্ত কাহিনী’ ও সুলতান সুলায়মানের জীবনী ‘দ্য ম্যাগনিফিসেন্ট’।