চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

আমরা কি মুসলমান?

    আমরা কি মুসলমান? এ প্রশ্ন কেবল আল্লামা মুহাম্মদ কুতুবের একার নয়, আজ এটা সমগ্র মুসলিম উম্মাহ-এর প্রশ্ন। আলোচ্য গ্রন্থটি ডঃ মুহাম্মদ কুতুবের هل نحن مسلمون؟ গ্রন্থেরই বাংলা সংস্করণ। এই গ্রন্থে বিজ্ঞ লেখক ইসলামের অর্থ ও তাৎপর্য কে বিশদভাবে তুলে ধরেছেন। সাহাবায়ে কিরাম এবং তৎকালীন যুগের মুসলিমগণ ইসলাম বলতে কি বুঝতেন তা ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি পাঠকদের সামনে পেশ করেছেন। মুসলিম সমাজ কিভাবে ইসলামের পথ থেকে বিচ্যুত হলো কখন থেকে এই বিচ্যুতি সূচনা, তা তিনি প্রমান সহকারে বিশ্লেষণ করেছেন।
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
মুহাম্মাদ কুতুব মধ্যপ্রচ্যের ইসলামী আন্দোলন ইখওয়ানুল মুসলেমুনের বিশিষ্ট নেতা সাইয়েদ কুতুব শহীদের ভাই। এক সময়ে তিনি মিসরে প্রধান বিচারপতি ছিলেন। বিভিন্ন সময় তিনি ইসলাম সম্পর্কে যেসব প্রশ্নের সম্মুখীন হন এবং আধুনিক শিক্ষিত যুব মানসে যেসব জিজ্ঞাসা তিনি লক্ষ্য করেন, ‘ভ্রান্তির জেড়াজালে ইসলাম’ তারই জবাব। প্রাঞ্জল ভাষায়, যুক্তি ও তথ্য সহকারে তিনি ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার তুলনামূলক পর্যালোচনা করে ইসলামের শ্রেষ্টত্ব সুস্পষ্টভাবে প্রমাণ করেন। এক দিকে ইসলামী ও ইতিহাস সম্পর্কে শতাব্দীকালের অজ্ঞতা, ইসলামী সমাজ ব্যবস্থার অনুপস্থিতি, অন্যদিকে সমকালীন পাশ্চাত্য সভ্যতার সর্বগ্রাসী সয়লাব ইসলাম সম্পর্কিত বিভ্রান্তির মূল কারণ।

বর্তমান বইটি আরবী ভাষায় ১৯৬৪ সালে কায়রো হতে প্রকাশিত হয়। ১৯৬৭ সালে কুয়েত সরকার এর ইংরেজী সংস্করণ প্রকাশ করেন। ১৯৭৮ সাল থেকে আমরা এই বইটির যে অনুবাদ প্রকাশ করে আসছিলাম তা ছিল কুয়েত সরকার কর্তৃক প্রকাশিথ ইংরেজী সংস্করণের অনুবাদ। এতে সম্পাদক মূল কপি হতে কিছু কিছু অংশ বাদ দিয়েছেন।

বর্তমানে বইটির মূল আরবী কপি হতে সরাসরি অনুবাদ ও কোন রকম কাটছাট না করা উত্তম বিবেচিত হওয়ায় এবং অনেক বিজ্ঞ পাঠকের পরামর্শ পাওয়ায় আমরা বইটির মূল আরবী থেকে বাংলা অনুবাদ প্রকাশ করলাম।
 

বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ সুসাহিত্যিক এবং গবেষক অধ্যক্ষ আবদুর রাজ্জাক বর্তমান সংস্কারণের অনুবাদ করেছেন। আশা করি বইটি পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করবে।
 

এই লেখকের আরো বই