চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

বাংলাদেশের মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০খণ্ড একত্রে (সেট)

    ‘‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০খণ্ড একত্রে (সেট)"ফ্লাপ ও পাঠকের জন্য নির্দেশিকা : মহান মুক্তিযুদ্ধের জাতীয় ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত বঙ্গবন্ধুর নেতৃত্ব। ব্যক্তি, দল, সংগঠন, রাজনৈতিক নেতৃত্ব পুরুষ ও নারীর ভূমিকা বিদেশী বন্ধু, আন্তর্জাতিক সম্প্রদায়, শুরু থেকে বিজয়। অর্জন পর্যন্ত দেশের ৪৯২টি উপজেলার প্রত্যেকটির যুদ্ধচিত্র, পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা, নারী নির্যাতন, বধ্যভূমি, গণকবর, রণাঙ্গণে মুক্তিযােদ্ধাদের বীরত্বগাথা-সহ অজানা বহু বিষয় নিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ভুক্তি শিরােনাম ও উপ-শিরােনাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ-এর ব্যবহার পাঠকবর্গের জন্য সহজবােধ্য করতে সর্বপ্রকার যত্ন নেয়া হয়েছে। এর সকল ভুক্তি বর্ণানুক্রমে সাজানাে হয়েছে। অনেক ভুক্তির বর্ণনাতেই উপ-শিরােনাম বা উপ-উপশিরােনাম রয়েছে। উপ-শিরােনামের ক্ষেত্রে ইটালিকস বােল্ড এবং উপ-উপশিরােনামের ক্ষেত্রে সাধারণ ইটালিকস ব্যবহার করা হয়েছে। ক্রস রেফারেন্স ও অন্যান্য সহায়িকা। পাঠকদের সুবিধার্থে কোনাে ভুক্তির বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত কোনাে ভুক্তি থাকলে, তা দেখুন’ দ্বারা নির্দেশিত হয়েছে । বেশকিছু ক্ষেত্রে ভুক্তির শেষে তথ্যসূত্র সংযােজিত হয়েছে। বিশেষভাবে লক্ষণীয় যে, প্রতিটি ভুক্তির বর্ণনাতেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ-এ অন্যত্র ভুক্তি হিসেবে বর্ণিত হয়েছে এমন অনেক শব্দ, ধারণা, নাম বা ঘটনার উল্লেখ আছে এবং সেগুলাে যথাবিহিত নির্দেশিত হয়েছে (যেমন, টুঙ্গিপাড়া উপজেলা' শিরােনামের ভুক্তিতে আছে, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ-এর পর অসহযােগ আন্দোলন-এর উত্তাল দিনগুলােতেই টুঙ্গিপাড়া ও তার পার্শবর্তী এলাকায় মুক্তিযুদ্ধের পটভূমি রচিত হয়)। এর ফলে পাঠকগণ বর্ণনাক্রমিক ধারায় তাদের নির্দিষ্ট বিষয় পাঠ করতে গিয়ে সংশ্লিষ্ট প্রায় সবকিছু সম্পর্কে সহজে তথ্যানুসন্ধানের সুযােগ পাবেন। চিত্রসজ্জা ও মানচিত্র বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ-এর ভুক্তিগুলাে সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে ব্যাপকভাবে ছবি, মানচিত্র ইত্যাদি ব্যবহার করা হয়েছে । এ সবের সংখ্যা তিন হাজারেরও বেশি এবং ছবিগুলাে সবই মুক্তিযুদ্ধভিত্তিক । প্রায় সকল জীবনী-বৃত্তান্তে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি রয়েছে । রঙিন ছবি পাওয়া না যাওয়ায় সাদাকালাে ছবি ব্যবহার করতে হয়েছে। বাংলাদেশের সকল উপজেলার মানচিত্র এতে স্থান পেয়েছে এবং ঐসব মানচিত্রে জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা সদর, গণহত্যা/গণকবর/বধ্যভূমি, যুদ্ধ/অপারেশন, স্মৃতিসৌধ/স্মারক ভাস্কর্য ইত্যাদি চিহ্নিত করা হয়েছে। ভুক্তিভুক্ত ব্যক্তিবর্গের নাম এক্ষেত্রে আমাদের দেশের রেওয়াজ অনুসরণ করা হয়েছে; যেমন আবু ওসমান চৌধুরী অর্থাৎ নামের ব্যবহার অপরিবর্তিত থেকেছে। লেখকের নাম প্রতিটি ভুক্তির শেষে ঐ ভুক্তির লেখকের নাম পূর্ণরূপে দেয়া হয়েছে। কোনাে ভুক্তির একাধিক লেখক হলে তাদের নাম পরপর দেয়া হয়েছে। তারিখ। আন্তর্জাতিক হিসাবের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ-এ সন-তারিখ উপস্থাপনে বাংলা পঞ্জিকা অনুযায়ী সেগুলােকে গ্রেগরিয়ান তথা নতুন আন্তর্জাতিক পঞ্জিকার তারিখে রূপান্তর করে বসানাে হয়েছে । 0 জেলা সমন্বয়ক ও লেখক তালিকার জন্য ১০ম খণ্ড দ্রষ্টব্য D উপজেলা হানাদারমুক্ত হওয়ার তারিখের জন্য ১০ম খণ্ড দ্রষ্টব্য
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
t

এই লেখকের আরো বই