চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

যে জীবন দোয়েলের

    দুইটি গল্প নিয়ে এই বইটি। দ্বিতীয়টাকে একটি উপন্যাসিকা বলা যায়। এক ধরণের পরাজয়ঃ গল্পের মূল চরিত্র একজন নারী চিকিৎসক, যিনি জীবনসঙ্গীর উদাসীনতার জন্য পেশাজীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন না। এ গল্পের মূল উপজীব্য আমার মনে হয়েছে নিজের প্রতি ভালোবাসা। অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হবে। নইলে নিজেকে হারিয়ে ফেলা অনিবার্য। গল্পের মূল চরিত্র বিয়ের আগেই স্বামীর ভূমিকায় অবতীর্ণ হওয়া প্রেমিকের খবরদারি, চোখ রাঙানি মেনে নেন মুখ বুজে। নিজের প্রতি অপমান, নাক সিটকানো ভাব, অযাচিত কর্তৃত্ব- সবকিছুকেই প্রশ্রয় দিয়ে যান বিনা প্রতিবাদে। তার ফলাফল নিজের পছন্দমতো নিজের পেশাজীবনকে চালিত করতে না পারা, এমনকি সংসার জীবনেও নিজেকে অপাংক্তেয় করে ফেলা। ফলে নিজের সংসারে কর্ত্রী নয়, সেবিকার ভূমিকায় অবতীর্ণ হতে হয় তাকে। একজন শিক্ষিত মানুষের কাছে এরকম মেরুদণ্ডহীনতা কাম্য নয়। লেখিকা নিজে চিকিৎসক হওয়ার কারণে বিষয়গুলোকে বাস্তবতার নিরীখে তুলে ধরতে পেরেছেন। যে জীবন দোয়েলেরঃ দোয়েল জাতীয় পাখি হলেও তার সম্পর্কে ধারণা খুবই কম। দোয়েলের জীবন কি ক্ষণস্থায়ী, নাকি অনিশ্চয়তার? এ উপন্যাসে সমকালীন একটি বিষয়কে খুব সুন্দরভাবে গল্পের আকারে উপস্থাপন করেছেন লেখিকা। করোনা ভাইরাস আমাদের জীবনের এমন একটা দিক দেখিয়েছে, যা আমাদের এ যুগের মানুষদের অদেখা ছিল। করোনার শুরুর দিকের সময়টাকে অনেকটা হাশরের ময়দানের সাথে তুলনা করা যেতে পারে। সন্তান বাবা-মাকে চিনে না, ভাই- ভাইকে চিনে না , এমনকি মা-বাবাও সন্তানকে পরিত্যাগ করেছেন জীবনের মায়ায়। জীবনের একটা অসম্ভব নিষ্ঠুর দিকের সাথে পরিচয় ঘটেছে এ উপন্যাসে। সত্যিই কত স্বপ্ন, পরিকল্পনা ধূলিস্যাৎ হয়ে গেল অদৃশ্য অঙ্গুলিনির্দেশে। করোনা এখন অনেকটাই নিরাময়যোগ্য, কিন্তু এ অবস্থানে আসতে পিছনের আত্মত্যাগগুলোর চিত্র ফুটে উঠেছে এখানে।
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
মৌলী আখন্দ:
মৌলী, যার নামের অর্থ হলো পর্বতশীর্ষ বা পাহাড়ের চূড়া। জন্ম ১৯৮৬ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, বসবাস ঢাকায়। মা বাবার প্রথম সন্তান, এক কন্যার জননী। পেশায় ডক্টর, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এম বি বি এস পাস করেছেন।মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করে বর্তমানে শিশু মেডিসিন বিষয়ে কর্মরত।হলিক্রস স্কুল ও কলেজ থেকে এস এস সি ও এইচ এস সি পাস করেছেন।নেশা পড়া, উইপোকার মতো পুরির ঠোঙা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সবই গোগ্রাসে গিলতে পছন্দ করেন। স্বপ্ন দেখেন বৈষম্যমুক্ত পৃথিবীর, যেখানে নারী র্পুলুষ এবং ধনী গরীবের মধ্যে কোনো ভেদাভেদ নেই। লেখকের এ পর্যন্ত প্রকাশিত উপন্যাস "একা", "ইট রঙের বাড়ি", "যে জীবন দোয়েলের", "আলোকের এই ঝরনাধারায়" , "আমাদের মেঘবাড়ি" ও "এখানে রোদ নেই"। এছাড়াও দুটি গল্প সংকলনে তাঁর ছোট গল্প, কবিতা সংকলনে কবিতা ও ভৌতিক গল্প সংকলনে তার গল্প প্রকাশিত হয়েছে।

এই লেখকের আরো বই