চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

ইস্পাত

    ইস্পাত আরও, আরও মজবুত করে তোলা হয় আগুনের পোড় খাইয়ে খাইয়ে... কিন্তু, মানুষের চরিত্র? কী করে মানুষের চরিত্র আরও আরও মজবুত করে তোলা যায়, যাতে সে চরিত্র হবে ইস্পাতের চেয়ে দৃঢ়, বিপদে অবিচলিত, বন্ধুত্বে নির্ভরযোগ্য, আর ভালবাসায় একনিষ্ঠ? নিকোলাই অস্ত্রভ্‌স্কির "ইস্পাত" উপন্যাসখানায় তার উত্তর আছে। উপন্যাসখানির বেশির ভাগ চরিত্রই সত্য, বাস্তব জীবনের প্রতিকৃতি। প্রধান চরিত্র পাভেল করচাগিন হলেন লেখক নিজেই। নিকোলাই অস্ত্রভ্‌স্কির জীবন (১৯০৪-১৯৩৬) ছিল সংক্ষিপ্ত কিন্তু বীরত্বপূর্ণ। গৃহযুদ্ধ ভীষণ আহত এই যুবক বিশ বছর বয়সেই অন্ধ হয়ে যেতে থাকলেন, তাঁর চলৎশক্তিহীনতা অবধারিত হয়ে গেল। আর সেই অবস্থায়ই তিনি লিখলেন এই চমৎকার বইখানি- যৌবন, ভালবাসা আর সংগ্রাম, এবং প্রথম যুগের সোভিয়েত কসমোল তরুণ-তরুণীদের জীবন নিয়ে এই উপন্যাস খানি। উপন্যাসখানির রচনাই হল মহৎ মানবকীর্তি। বইখানা লেখা শেষ হলে নিকোলাই অস্ত্রভ্‌স্কি বলেছিলেন, "এবার বেরিয়ে পড়েছি লৌহকাঠের বেষ্টনীর ভিতর থেকে...এখন আমি আবার এসে দাঁড়িয়েছি যোদ্ধাদের সারিতে।" সোভিয়েত সাহিত্য-সমালোচক সেমিয়ন ত্রেগুবের ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল নিকোলাই অস্ত্রভ্‌স্কির সঙ্গে, - এই বইয়ে ত্রেগুবের লেখা ভূমিকা থেকে পাঠক অস্ত্রভস্কির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন। "ইস্পাত (অখণ্ড)" বইয়ের ভূমিকা থেকে নেওয়া কথা: প্রথম বিশ্বযুদ্ধের সময়কার রুশদের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে লেখা। প্রথমে রুশ ভাষায় এবং পরে (অস্ত্রভস্কির মৃত্যুর পর ১৯৩৭ সালে ইংরেজি ভাষায় অনুদিত হয়ে সারা বিশ্বের মানুষের হাতে এসে পৌঁছে বইটি। মূলত জীবনের গল্প হিসেবেই ইস্পাত কাহিনীনির্ভর। ইস্পাত উপন্যাসের প্রতিটি ছত্রে ছত্রে যেন ফুটে উঠেছে সেইসময়কার রুশ বিপ্লবের বিরত্বগাথা। গল্পের নায়ক পাভেল-এর জীবনবােধ, সংগ্রামী চেতনার বলিষ্ঠ অঙ্গিকার, হতাশা, ব্যর্থতা মিলেমিশে জন্ম নেয় এক অন্য কাহিনীর। পাভেল যেন তল্কালীন রুশ বিপ্লবের এক গর্বিত সৈনিক। পাভেলের চরিত্রের মধ্যে যেন নিকোলাই অস্ত্রভােস্কির এক অন্য রূপ পরিগ্রহ করা যায়। সমগ্র সােভিয়েত রাশিয়ার আপামর খেটে খাওয়া মেহনতি মানুষের সাথে বীরপ্রতিক তরুণ তরুণীদের সাহস, স্বপ্ন, প্রেম আর সংগ্রামের অবিচ্ছেদ্য জীবনবােধ যেন চলচ্চিত্রের সেলুলয়েডের মতাে পাঠকের সামনে বাঙময় হয়ে ওঠে। উপন্যাসটি পড়ার সময় মনে হয়, এর প্রতিটি অনুচ্ছেদই যেন এক একটি পূর্ণাঙ্গ কাহিনীর রূপান্তরিত অন্যরূপ। জীবনের সকল হতাশা, বাধা-বিপত্তি আর অত্যাচার অবিচারের পাহাড়কে প্রবল দুঃসাহসের সাথে পার হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার যে অসীম অনুপ্রেরণা- সেটা প্রত্যক্ষ করা যায় এই গ্রন্থে। আর তাইতাে পৃথিবী জুড়ে সাহিত্যমােদীদের কাছে ইস্পাত শুধু একটি গল্প গ্রন্থ নয়। এ যেন সাধারণ মানুষের হৃদয়ে অনুপ্রেরণা যােগাবার এক অসম বিপ্লবের অপ্রতিরােধ্য আহ্বান। বস্তুত নিকোলাই অস্ত্রভস্কি নিজেও ছিলেন স্বাধীনতাপ্রিয় এক দুর্দান্ত বিপ্লবী সৈনিক।
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
নিকোলাই অস্ত্রভ্‌স্কি
নিকোলাই আলেক্সিভিচ অস্ত্রয়ভস্কি (১৯০৪-১৯৩৬) সমাজতান্ত্রিক বাস্তবতা যুগের লেখক। তার বিখ্যাত উপন্যাস 'ইস্পাত' (How the Steel Was Tempered)। এই উপন্যাসের জন্য তিনি ১৯৩৫ সালে 'অর্ডার অব লেনিন-এ (Order of Lenin) ভূষিত হন।

জীবন
নিকোলাই অস্ত্রভ্‌স্কি ১৯০৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেনের অস্ট্রস শহরের ভিলিয়া গ্রামে একটি শ্রমিকশ্রেণি পরিবারে জন্মগ্রহণ করেন। নয় বছর বয়স পর্যন্ত সেখানেই তিনি স্কুলে যান এবং ১৯১৪ সালে তার পরিবার সমেত রেল স্থাপনার শহর শেপিতিভকায় চলে যান যেখানে তিনি রেলওয়েতে কাজ করা শুরু করেন। পরবর্তীতে তিনি ঐ রেল কোম্পানির রকটি শক্তি উৎপাদন কেন্দ্রের ইলেক্ট্রিশিয়ান হিসেবে পদন্নতি পান। ১৯১৭ সালে মাত্র তেরো বছর বয়সে তিনি বলশেভিক পার্টির সদস্য হন। সেই সময়ই তিনি একটি মারাত্বক রোগে আক্রান্ত হন যা তাকে পরবর্তীতে কিছুদিনের মধ্যেই অন্ধ এবং সয্যাশায়ী করে দেয়।

দাফতরিক নথি অনুযায়ী জার্মানরা যখন ১৯১৮ সালের বসন্তে তার শহর দখলে নিয়ে নেয় তখন তিনি স্থানীয় বলশেবিভ পার্টি সরিয়ে নেন। যুদ্ধে অনেকবার আহত এবং গুলিবিদ্ধ হওয়ায় তিনি মারাত্বক ভাবে অসুস্থ হন এবং অনেকবার চিকিৎসকদের দ্বারস্থ হন। তার নিজের লিখা জীবনীতে তিনি কখনই উল্লেখ করেননি যে তিনি রেড আর্মিতে কাজ করেছেন। অসুস্থতার দরূন ১৯২৯ সালের দিকে তিনি চিরতরে তার দৃষ্টিশক্তি হারান। দৃষ্টিশক্তি না থাকার পরেও ১৯৩০ সালের দিকে তিনি তার জীবনের প্রথন উপন্যাস হাউ দ্যা স্টিল ওয়াস টেম্পার্ড লিখা শুরু করেন। পরবর্তীতে তার উপন্যাস এবং লেখনির জন্য কমিউনিষ্ট বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পান এবং ১৯৩৫ সালে অর্ডার অফ লেনিন সম্মাননায় ভূষিত হন। মারাত্বক অসুস্থতার দরূন ১৯৩৬ সালের ২২ ডিসেম্বর তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুর আগে তিনি তার উপন্যাস বর্ন অফ দ্যা স্টোর্ম শেষ করে যেতে পারেন নি।

এই লেখকের আরো বই