মোহাম্মাদ জালাল উদ্দীন
আলহাজ্ব অধ্যাপক মোহাম্মাদ জালাল উদ্দীন ১৯৪১ সালের ৩০ নভেম্বর জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম জোনাব আলী সরদার এবং মাতা মরহুম মতিউন্নেছা। ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া তাঁর পৈত্রিক নিবাস।
তিনি ঝিকরগাছা শহীদ মশীয়ুর রহমান ডিগ্রী কলেজ- এর ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক এবং বাগআঁচড়াস্থ ডা: আফিল উদ্দীন ডিগ্রী কলেজ এর সাবেক উপাধ্যক্ষ ছিলেন। তাছাড়াও তিনি নাভারণ ডিগ্রী কলেজ-এর ইতিহাস বিভাগ-এর খন্ডকালীন অধ্যাপক ছিলেন। কর্মজীবনের প্রথম দিকে তিনি খুলনা জেলার তেরখাদা ডিগ্রী কলেজ এবং নড়াইল জেলার লোহাগড়া আদর্শ ডিগ্রী কলেজ-এর ইতিহাসের অধ্যাপক এবং বাগআঁচড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
রাজনীতির ক্ষেত্রে তিনি যশোর জেলা আওয়ামী লীগ এর কৃষি, পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে তিনি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাধরণ সম্পাদক এবং ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হিসাবে পরিচিতি ছিলেন সর্বমহলে। তিনি একজন মুক্তিযোদ্ধা।
তিনি শংকরপুর (ঝিকরগাছা) ও বাগআঁচড়া (শার্শা) এলাকায় বিভিন্ন সৃজনশীল সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করেছিলেন। তাঁর লিখিত আঞ্চলিক ইতিহাস গবেষণাধর্মী বই "ঝিকরগাছা উপজেলার ইতিহাস (২০১৩), শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের ইতিহাস (২০১০) উল্লেখযোগ্য।