বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রসোর রচয়িতা ড্যানিয়েল ডিফো। আসল নাম ড্যানিয়েল ফো। জন্ম ১৬৬০ সালে (মতান্তরে ১৬৫৯ ও ১৬৬২) লন্ডন শহরে। তিনি ছিলেন ইংরেজ ব্যবসায়ী, লেখক, সাংবাদিক, প্যাম্ফলেট রচয়িতা ও গোয়েন্দা। ইংরেজি উপন্যাস ও অর্থনৈতিক সাংবাদিকতার প্রবক্তা বলেও বিবেচিত ছিলেন।
তাঁর বয়স যখন ১০ তখন মা অ্যানি মারা যান। বাবা জেমস ফো মোমবাতি বিক্রি করতেন। ডিফো নিজেও ব্যবসাকে জীবিকা অর্জনের পথ হিসেবে বেছে নিয়েছিলেন। ১৬৮৪ সালে এক লন্ডন ব্যবসায়ীর মেয়ে মেরি টাফলিকে যৌতুকের বিনিময়ে বিয়ে করেন। জীবনের বেশির ভাগ সময় ঋণগ্রস্ত ছিলেন। ঋণের দায়ে ১৬৯২ সালে একবার গ্রেপ্তারও হন তিনি। রাজনীতি, অপরাধ, ধর্ম, বিয়ে, মনোবিদ্যা, অতিপ্রাকৃতিকসহ বিভিন্ন বিষয়ে তাঁর রচনার সংখ্যা পাঁচ শতাধিক। ১৭৩১ সালে ডিফো মারা যান।