চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

সলোমনের গুপ্তধন

    জঙ্গল, প্রান্তর, দুস্তর মরু পেরিয়ে, দুর্লঙ্ঘ্য পাহাড়-পর্বত ডিঙ্গিয়ে চলেছে একদল দুঃসাহসী অভিযাত্রী কিংবদন্তীর সলোমনের রত্নভাণ্ডারের খোঁজে । বাধা-বিঘ্ন-আক্রমণ, বিপদ-ভয়-হুমকি, এমন কি মৃত্যুকেও পরোয়া নেই ওদের । স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের সৃষ্ট অসামান্য চরিত্র, অ্যাডভেঞ্চারের নায়ক হিসেবে যার দুনিয়াজোড়া খ্যাতি, সেই অ্যালান কোয়াটারমেইনের প্রথম দুর্দান্ত অ্যাডভেঞ্চার কাহিনী এটি । ফ্ল্যাপে লিখা কথা: কয়েকশ বছর আগে সুলিমান পর্বতের ওপার থেকে ঘুরে এসেছিলেন এক অভিযাত্রী। তাঁর চিরকুটে তিনি লিখেছিলেন নিজের দেখা অসীম ঐশ্বর্যের কথা। এই চিরকুটটোকেই সত্যি বলে ধরে নিয়ে তিন দুঃসাহসী অভিযাত্র্রী বের হলো ‍গুপ্তধনের খোঁজে। গুপ্তধনের খোঁজ পেতে হলে তাদের পার হতে হবে তপ্ত মরুভূমি আর তুষার ঝরা প্রান্তর। শেষ পর্যন্ত কুকুয়ানার দেশে পৌঁছে তারা শক্তিশালী কুকুয়ানা যোদ্ধা, হিংস্র রাজা টোয়ালা আর ভয়াল ডাইনি গাগুলের মুখোমুখি হলো। তারা কি পারবে সলোমনের গুপ্তধরন উদ্ধার করতে।
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
ভাইয়ের সাথে বাজি ধরে অ্যাডভেঞ্চার কাহিনী লেখা শুরু করার পর যিনি শেষ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা দুঃসাহসিক ও রোমাঞ্চকর গল্পের স্রষ্টা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন তিনি হলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ড। কম বয়সে চাকরিসূত্রে তিনি আফ্রিকা চলে যান এবং সে অঞ্চলের নানা জায়গায় ঘুরে বেড়ান, যার ফলে আফ্রিকা মহাদেশের নানা জানা-অজানা বিষয় সম্পর্কে তিনি প্রচুর জ্ঞান অর্জন করেন এবং এই জ্ঞান ও অভিজ্ঞতা পরবর্তীতে ব্যবহার করেন তার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপন্যাস ও গল্পসমূহ রচনায়। দশ ভাই-বোনের মধ্যে অষ্টম হেনরি রাইডার হ্যাগার্ড জন্মগ্রহণ করেন ১৮৫৬ সালের ২২ জুন, ইংল্যান্ডের নরফোকে। খুব অল্প বয়সেই কর্মজীবন শুরু হয়ে যায় পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে। মাত্র উনিশ বছর বয়সেই তাঁকে চাকরিসূত্রে পাড়ি জমাতে হয় আফ্রিকায়। সেখান থেকে ৬ বছর পর ফিরে এসে তিনি আইনশাস্ত্রে পড়াশোনা শুরুর পাশাপাশি সাহিত্যে মনোনিবেশ করেন এবং তাঁর জাদুকরী লেখনীর মাধ্যমে সৃষ্টি হতে থাকে 'সলোমন'স মাইনস্', 'শী', 'অ্যালান কোয়াটারমেইন' এর মতো অমর সকল দুঃসাহসিক ও রোমাঞ্চকর কাহিনীর। হেনরি রাইডার হ্যাগার্ড এর বই সমূহ যুগে যুগে অ্যাডভেঞ্চারপ্রিয় পাঠকদের দিয়ে গিয়েছে নানা বিচিত্র কল্পকাহিনীর এক অনন্য অভিজ্ঞতা, যার মূলে রয়েছে 'আমস্লোপোগাস', 'রিলিজিয়ন', 'অ্যালান কোয়াটারমেইন', 'শী' ইত্যাদি বিখ্যাত সিরিজ। হেনরি রাইডার হ্যাগার্ড এর বই সমগ্র এর মধ্যে 'ক্লিওপেট্রা', 'মন্টেজুমা'স ডটার', 'লিসবেথ', 'কুইন অফ দ্য ডন', 'ভার্জিন অফ দ্য সান', 'দ্য ঘোস্ট কিংস', 'মেরি', 'দ্য ট্রেজার অফ দ্য লেক', 'রেড ইভ' ইত্যাদিও উল্লেখযোগ্য। তাঁর বেশ কিছু বই বাংলাদেশি পাঠকদের সুবিধার জন্য অনূদিত হয়েছে বাংলা ভাষায়। বাংলা ভাষায় অনূদিত হেনরি রাইডার হ্যগার্ড এর অনুবাদ বই এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'শী', 'রিটার্ন অফ শী', 'দ্য ইয়েলো গড', 'দ্য ঘোস্ট কিংস', 'কিং সলোমন'স মাইনস', 'মন্টেজুমা'স ডটার', 'অ্যালান অ্যান্ড দ্য হোলি ফ্লাওয়ার', 'মার্গারেট', 'দ্য পিপল অফ দ্য মিস্ট' ইত্যাদি। এই খ্যাতিমান কাহিনীকার ১৯২৫ সালের ১৪ মে ৬৮ বছর বয়সে ইংল্যান্ডের লন্ডনে মৃত্যুবরণ করেন। এর পূর্বে তিনি ১৯১২ সালে ইংরেজ রাজপরিবারের পক্ষ থেকে 'নাইটহুড' উপাধি লাভ করেন।

এই লেখকের আরো বই