হোর্হে লুইস বোর্হেস
হোর্হে লুইস বোর্হেস (স্পেনীয়: Jorge Luis Borges; আগস্ট ২৪, ১৮৯৯ – জুন ১৪, ১৯৮৬) ছিলেন একজন প্রথিতযশা আর্জেন্টিনীয় সাহিত্যিক। বিংশ শতাব্দীর সবচাইতে কৃতি ও প্রভাবশালী লেখকদের মাঝে তাকে গণ্য করা হয়। যদিও তিনি তার ছোটগল্পের জন্যই বেশি বিখ্যাত, বোর্হেস একাধারে কবিতা, প্রবন্ধ, নিবন্ধ ও সাহিত্য সমালোচনা লিখে গেছেন। তিনি সফল অনুবাদকও ছিলেন। জীবনের অনেকখানি সময় তিনি অন্ধ অবস্থায় অতিবাহিত করেন।