সাঈফ ফাতেউর রহমান:
ডঃ সাঈফ ফাতেউর রহমানের জন্মভূমি সাহিত্য শিল্পের অন্যতম সমুদ্ধ পীঠস্থান নড়াইল শহরে। বর্তমান আবাসন ঢাকার লালমাটিয়ায়। তার মানস বিকাশে পারিবারিক সমৃদ্ধ জনমুখী চেতনা বিশেষ প্রভাব ফেলেছে। বাবা মা দুজনেই ছিলেন তেভাগা আন্দোলনের সংগঠক, দুজনেই ভাষা সৈনিক, পরবর্তীতে মুক্তিযুদ্ধ সংগঠক। মান্য আইনজীবী আফসারউদ্দিন আহমেদ তেভাগা আন্দোলনের আইন পরামর্শক ছিলেন। অগ্রজ সাঈফ মিজানুর রহমান উর্ধ্বতন সরকারী কর্মকতা হয়েও পাকিস্তানী সরকারের সাথে সম্পর্ক ছেদ করে দেশের অভ্যন্তরে থেকেই প্রতিরোধ যুদ্ধ সংগঠিত করেন। এরপর্যায়ে পাকবাহিনীর হাতে শহীদ হন। সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। বাব মা সহ পরিবারের সকল সদস্যই মুক্তিযুদ্ধে অবদান রাখেন। তার পিতা একজন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক। মেজো ভাই সাইফ হাফিজুর রহমান খোকন অকুতোভয় যোদ্ধা। বড় বোন সুফিয়া বারী বুলবুল ভাষা আন্দোলনের কিশোরী সৈনিক।
কৰি ডঃ সাঈফ ফাতেউর রহমান অনার্স সহ মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে তিনি এমনি এ, এল এল বি (অনার্স), এল এল এন, এম এড ডিগ্রী অর্জন করেন। তার পি এইচ ডি গবেষণার বিষয় ছিলাে-শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন।
কর্মজীবনে গবেষনা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘকাল কাজ করেছেন। তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে। বেশ কয়েকটি উচ্চতর একাডেমিক গ্রন্থের লেখক তিনি। পত্র পত্রিকায় প্রকাশিত নিবন্ধের সংখ্যা ৫ শতাধিক।
উল্লেখযোগ্য সংখ্যক একাভেমিক গ্রন্থের পাশাপাশি প্রকাশিত কাব্যগ্রন্থ, গ্রন্থালোচনা ও প্রকৃতি বিষয়ক গ্রন্থের সংখ্যা ৩৪টি। বর্তমানে নিবেদিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা, কবিতা, ছোট গল্প, অণু গল্প, প্রকৃতি বিষয়ক লেখা এবং অন্যান্য লেখালেখি নিয়ে।