এলমা খন্দকার এষা
এলমা এষা। এখানে মূলত আমার সামাজিক পরিচয় থাকার কথা। আমি লিখে দিচ্ছি পুরাে আমাকেই। আমি আকাশ দেখা মেয়ে, মমি প্রকৃতির প্রেমিকা অথবা কালাে শব্দবিহীন কবিতা আমি । ভীষণ ডিপ্রেশনে আমি কান্না করতে পছন্দ করি, নিজেকে শান্ত কত আমি খালার সাজিয়ে অর্থনা। প্রকৃতির রূপ ক্যামেরাবন্দি করি। যদি মন বিক্ষিপ্ত হয়ে ওঠে তাহলে কাজ তুলির আঁচড় ফেলি। মন কেউ নেই পাশে তখন লম নিনাে ডায়েরির সাথে গল্প করি। গােছাতে প্যরি না হলে মন ভালাে থাকলে আমি সাজায় আর শান্তি খুঁজতে আমি সৃষ্টিকর্তার সামনে নুয়ে পড়ি। আমি আমার পরিবার (দাদাবাড়ি নানাবাড়ি) প্রতিটা মানুষকে ভীষণ রকম ভালােবাসি। আমার পরিণাত্রের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। তবে কুত্র সেইসল। মানুষের প্রতি যারা শ্রীবনে চলার পথে যখন ছিটকে পরেছি তারা যেন ফেরেশতার মতাে পাশে দাড়িয়েছে। তাদের জন্য দােয়া। আমি যশোলের মেয়ে কিন্তু পুরাে দেশটা আমার। ১০ অক্টোবর আমার জন্মদিন। চল্লিশটা জেলা আমি দুবেছি সমই বলতে পারেন। লেখাপড়া করেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে। সাড়ে পাঁচ বছর কর্পোরেটে চাকরি লেছি। এখন নিজের ব্যবসা নিয়ে আছি।