চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

আজকের বই ( ভলিউম-১, সংখ্যা-১)

    বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়। মানুষের সঙ্গ ও নিঃসঙ্গতার মাঝখানে যে-কোন ভালো বই সবচেয়ে বড় সংযোজন, চিরকালের সেতু। অনেক সময় অনেক মানুষকে বলতে শুনি, একটি বই তার জীবন বদলে দিয়েছে। এটা হয় কারণ ঐ বই পড়ার সময় তার নিউরনে নিউরনে নানা নতুন সংযোগ তৈরি হয়। এবং সংযোগের নতুন নতুন সম্ভাবনা তৈরি হয়। এগুলো এত বেশি পরিমাণে যে সে চিন্তার নতুন দুনিয়া দেখতে পায়। প্রতিদিন বই পড়লে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। যে ব্যক্তি যতবেশি বই পড়েন, তার কল্পনা শক্তি ততবেশি বৃদ্ধি পায়। কারণ, বইয়ের ভেতরে যে জগতের বর্ণনা থাকে আমরা বই পড়ার মধ্য দিয়ে সেই জগতটির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। বই পড়ার মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে পারি। বইয়ের ভেতরে থাকা জগতের চিত্র, বর্ণনা নতুন নতুনভাবে উপলব্ধি করতে পারি। ফলে আমাদের মনোজগতের কল্পনা শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। বই নিয়ে সবচেয়ে চোখ জুড়ানো কথাটি হচ্ছে ‘আত্মার ওষুধ’ যা গ্রিসের থিবসের লাইব্রেরির দরজায় খোদাই করা আছে। তারা মনে করে বই হলো আত্নার চিকিৎসার প্রধান উপকরণ। ইরানের একটি আদালতে নাকি সর্বোচ্চ শাস্তি বই পড়া। সঠিকভাবে বই পড়া মানুষ সহজে মন্দ কাজ করতে পারে না। একজন ভালো মানুষ হতে হলেও বই পড়তে হবে। বই পরোক্ষভাবে মানুষের জন্য করণীয় নানা বিষয়ের পরামর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়। শেষ জীবনে অন্ধ হয়ে যাওয়া এক ইংরেজ কবি, শুধু বইয়ের শরীরে হাত বুলিয়ে বেঁেচ থাকার শ্লাঘা অনুভব করতেন। স্পেনের কাতালোনিয়া নামে একটি যায়গায় প্রতিটি বই কেনার সাথে দেওয়া হয় একটি করে গোলাপ। এই ঐতিহ্য সেখানে এখনো বহমান। গোলাপ ফুলটি ক্রেতার প্রতি যেমন সম্মাননা, তেমনই বই এবং বই রচয়িতার প্রতিও শ্রদ্ধার্ঘ্য। পুস্প ও পুস্তকের এই সম্মিলিত ব্যঞ্জনা অতুলনীয়। আমাদের জীবনে বই পড়া, বই কেনা ও বই উপহার দেওয়ার অঙ্গীকার গ্রহণ প্রয়োজন। যেকোন প্রকাশনার কাজই ঝক্কির। প্রকাশনা মানেই কিছু ভুল ত্রুটি। আজকের বইও এর উর্ধ্বে নয়। আশা করি ধীরে ধীরে হলেও নির্ভুল ও আকর্ষনীয় হবে এ নিয়মিত প্রকাশনা। সবার সহযোগীতা, উৎসাহ ও মুল্যবান মতামত আমাদের চলার পথের পাথেয় হবে।
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
t

এই লেখকের আরো বই