মেজর পরিতোষ রায় (অব.):
জন্ম: ১ ফেব্রুয়ারি, ১৯৪৮, খুলনা জেলার ডুমুরিয়া থানার জিয়ালতলা গ্রামে।
স্কুল ফাইনাল পাস করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বাগদাহ হাই স্কুল থেকে।
ইন্টারমিডিয়েট এবং গ্রাজুয়েশন (অনার্স-বাংলা)সরকারি ব্রজলাল কলেজ, দৌলতপুর থেকে।
৯ নং সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা।
রেসকোর্স ময়দানে গত ১ ফেব্রুয়ারি, ১৯৭২ তারিখে অস্ত্রসমর্পণের পর সলিমুল্লাহ হল হয়ে় পিলখানায় এসে পরদিন সাবেক জাতীয় রক্ষীবাহিনীতে এবং ১৫ আগস্ট,১৯৭৫ এর পর বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরে যোগ দেন।
সেনাবাহিনীতে চাকরিকালে তাঁর লেখা কয়েকটি এমএসটিপি প্রেসি মুদ্রিত হয়।
উইং কমান্ডার, অ্যাডভান্সড ট্রেনিং উইং রাইফেলস ট্রেনিং স্কুল বাইতুল ইজ্জতে কর্মরত থাকাকালে বেশ কয়েকটি সামরিক প্রেসি লেখেন।
সেনাবাহিনী হতে অবসর গ্রহণের পর প্রায় ২০ বছর ওপেক্স গ্রুপ, জিকিউ গ্রুপের খ্যাতনামা কয়েকটি প্রতিষ্ঠান যেমন জিকিউ প্লাস্টিক প্লাস্টিক, জিকিউ ইন্ডাস্ট্রিজ, নুর সিমেন্ট(নোয়াপাড়া)এ নিষ্ঠার সাথে উচ্চপদে দায়িত্ব পালন করেন।
তন্মধ্যে সেবামূলক প্রতিষ্ঠান জিকিউ বলপেনের জীবনের প্রায় ২০টা বছর অতিবাহিত করেছেন। ২০১৩ সালের প্রথম থেকে তিনি মিরপুর ডিওএইচ এস এর ৪০৮ প্লটের বাসিন্দা।
আজ পর্যন্ত তাঁর ১৭ খানা গ্রন্থ প্রকাশিত হযেছে।