চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

তাওহিদের মর্মকথা

    ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহিদ। তাওহিদপন্থীদের জন্যই ঘোষিত হয়েছে জান্নাত। নিষ্কলুষ তাওহিদ নিয়ে যারা মহান প্রতিপালকের সামনে উপস্থিত হবে, তারা লাভ করবে মহা সফলতা। পক্ষান্তরে যারা তাওহিদকে প্রত্যাখ্যান করবে কিংবা যাদের তাওহিদ ত্রুটিযুক্ত থাকবে, প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার দিন তারা চরম আক্ষেপে ভুগবে এবং অবশেষে নিক্ষিপ্ত হবে অপরাধীদের আবাসস্থল জাহান্নামে। তাওহিদের মৌলিক বিষয়াদির জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজে আইন। যেহেতু তাওহিদ সকলের জন্য, তাই তাওহিদের মৌলিক জ্ঞানকে রাখা হয়েছে অত্যন্ত সহজ, সরল এবং সকলের বোধগম্যরূপে। খ্রিষ্টানদের ত্রিত্ববাদের মতো জটিল কোনো সমীকরণ এতে নেই। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, পরবর্তীরা তাওহিদের মূল বিষয়ের আলোচনা কমিয়ে দিয়ে শাখাগত বিভিন্ন বিষয় নিয়ে অভ্যন্তরীণ চরম দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। ফলে মুসলিমদের ঐক্যের ভিত্তি তাওহিদকে কেন্দ্র করে অনৈক্য এবং বিভেদের সূত্রপাত হয়েছে। তাই উম্মাহর এই চরম অবক্ষয়ের সময়ে পূর্ববর্তীদের বিশুদ্ধ জ্ঞানকে ব্যাপক থেকে ব্যাপকতর করার কোনো বিকল্প নেই। মহান সালাফে-সালেহিনের রচনার স্বাদ এবং ঘ্রাণই আলাদা। অষ্টম শতকের মহান ইমাম ইবনু রজব রহ.-এর রচনায় খুব সরলভাবে উঠে এসেছে তাওহিদের চিত্র। সব শ্রেণির পাঠকদের জন্যই ইনশাআল্লাহ বইটি সুখপাঠ্য হবে। আল্লাহ তাআলা এই মহান ইমামকে গোটা উম্মাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। তাওহিদের চেতনা ফের জাগ্রত হোক এ মাটিতে। তাওহিদের আলোয় আলোকিত হোক দল-মত নির্বিশেষে সকলে। দূর হয়ে যাক জাহিলিয়াতের ঘুটঘুটে অন্ধকার। তাওহিদের আলোকিত জ্ঞান-সরোবরে পাঠক, আপনাকে স্বাগতম! দীপ্ত হোন, দীপ্তি ছড়ান।
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
ইমাম ইবনু রজব হাম্বলি রহ.
ইমাম জাইনুদ্দিন আবুল ফারজ আবদুর রহমান ইবনু শিহাবুদ্দিন আহমাদ ইবনু রজব হাম্বলি রহ.। তিনি ৭৩৬ হিজরি মোতাবেক ১৩৩৫ খ্রিষ্টাব্দে ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন। ৭৪৪ হিজরিতে নিজ বাবা আল্লামা শিহাবুদ্দিন আহমাদ রহ.-এর সঙ্গে দামেশকে আগমন করেন। সেখান থেকে শুরু হয় তার ইলম চর্চার ধারা। তিনি তার জীবনে জগদ্বিখ্যাত শাইখগণের থেকে ইলমের শিক্ষা গ্রহণ করেন। তার শাইখগণের মধ্যে রয়েছেন—তার বাবা আল্লামা শিহাবুদ্দিন আহমাদ রহ., হাফিজ আলায়ি রহ., হাফিজ ইবনুল কায়্যিম রহ., ইবনু কাজিল জাবাল রহ., আল্লামা মুহাম্মাদ কালানিসি রহ., আল্লামা ইবনু আবদিল হাদি রহ.।
তার ছাত্রদের মধ্যেও রয়েছে ইতিহাসের অমর ব্যক্তিত্বগণ—হাফিজ ইবনু হাজার আসকালানি রহ., আবদুর রহমান ইবনু আইয়াশ রহ., ইবনুল মুনসিফি রহ. এবং ইবনুল লাহহাম রহ. প্রমুখ।
ইবনু রজব হাম্বলি রহ. অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তার গ্রন্থগুলোর মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য কয়েকটি এই—ফাতহুল বারি, শরহু ইলালিত তিরমিজি, জামিউল উলুমি ওয়াল হিকাম, জাইলু তাবাকাতিল হানাবিলাহ, লাতায়িফুল মাআরিফ, আল-কাওয়ায়িদুল ফিকহিয়্যাহ, আল-ইসতিখরাজ লি আহকামিল খারাজ, আত-তাখউইফ মিনান নার ওয়াত তা‘রিফ বি হালি দারিল বাওয়ার, আহওয়ালুল কুবুর, ফাদলু ইলমিস সালাফ ‘আলা ইলমিল খালাফ (সালাফদের ইলমি শ্রেষ্ঠত্ব), মা রাওয়াহুল আসাতিন ফি ‘আদামিল মাজিয়ি ইলাস সালাতিন (রাজদরবারে আলিমদের গমন : একটি সতর্কবার্তা) প্রভৃতি।
এই মহান ইমাম ১৩৯৩ খ্রিষ্টাব্দ মোতাবেক ৭৯৫ হিজরি চতুর্থ রামাজানের রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৯ বছর। পরবর্তী দিন জানাযা শেষে মহান ফকিহ শাইখ আব্দুল ওয়াহিদ শিরাজি মাকদিসি রহ.-এর পাশে, আল-বাবুস সাগির কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই লেখকের আরো বই