চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

প্রশান্তির খোঁজে

    খৃষ্টানদের জ্ঞান ছিলো কম, কম মাথা খাটাতো৷ ফলে তাদের পাদ্রীরা যা বলতো তাই মানত অন্ধভাবে, যাচাই না করে। এভাবে তারা জ্ঞানহীনতার কারণে পথভ্রষ্ট হয়ে পড়ে, পথ হারিয়ে ফেলে।ইহুদিরা বেশি পণ্ডিতি করতে গিয়ে আধ্যাত্মিকতা, আল্লাহর সাথে সম্পর্ক হারিয়ে পথভ্রষ্ট হয়ে পড়ে। যেখানে থামা দরকার, সেখানেও আল্লাহর চাইতে বাড়তে যেতো, সীমালংঘন করে বসতো।সূরা ফাতিহায় এই দুটি বাজে গুণের কথা আসছে। ফলে, মুসলিমরাও যদি ইহুদিদের মতো আধ্যাত্মিকতাহীন হয়, বা খৃষ্টানদের মতো অন্ধভাবে জ্ঞানহীন হয় তবে তারাও পথভ্রষ্ট হবে। দরকার আধ্যাত্মিকতা ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সমন্বয়।উস্তাদ নোমান আলী খানের আল্লাহর কালামের ব্যাখ্যায় এদুটোই হাজির থাকে। ফলে তরুণরা জীবন্ত হিসেবে পায় কুর’আনকে। সেসব জীবন্ত কথামালা নিয়েই উস্তাদের বইটি। ৭টি মেজর ক্যাটাগরিতে মোট ৪০টি আর্টিকেলে সমৃদ্ধ। “প্রশান্তির খোঁজে” বইটির ভূমিকাঃ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা দয়াময় আল্লাহর। দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত বিশ্বের জন্য রহমতস্বরূপ পাঠানো নবী মুহাম্মাদ ৬ এর ওপর। আরো শান্তি বর্ষিত হোক তাঁর পরিবার, সাহাবা আজমাইন ও সালফে-সালেহীনদের ওপর। এই বইটি আপনাকে আল-কুর’আনের বাণীর সাথে নতুন করে পরিচয় করিয়ে দিবে। | চিন্তার দুয়ারকে প্রসারিত করবে। আমলের প্রশান্তিকে বৃদ্ধি করবে ইন শাআ আল্লাহ। আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সমন্বয়ে যিনি আল্লাহর কালামকে বাস্তবতার সাথে তুলে ধরেন, বের করে আনেন এর সৌন্দর্য, একে তুলে ধরেন জীবন্তরূপে, যার সূরা আলকাহাফের অনলাইন ওয়েবিনারে বাংলাদেশসহ বিশ্বের ৯০টিরও বেশি দেশ থেকে সরাসরি অংশ নেন, যার স্টোরি নাইট (আল-কুর’আনের গল্পরাত) একবার শুনে বখে যাওয়া সন্তান কেবল আল্লাহর কালাম নিয়েই পড়ে থাকে, যার লেকচার শুনে অমুসলিম ই-মেইলে বলেন। "আল্লাহ সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ" - তিনিই উস্তাদ নোমান আলী খান। বৈশ্বিক ভাষা হিসেবে তিনি ইংরেজিতে আল্লাহর কালামকে এতো দূরে নিয়ে গিয়েছেন যে আল- কুর’আনকে জানার ও আরবী ভাষা শেখার রীতিমতো আন্দোলন শুরু হয়েছে তাঁর শিক্ষাগুলো নিয়ে। যিনি একসময় নাস্তিক হয়ে গিয়েছিলেন আর এখন তার যৌক্তিক ও আধ্যাত্মিক জ্ঞানের সমন্বয়ের নিচ্ছিদ্র শিক্ষাগুলো পেয়ে লাখ লাখ তরুণ যুবক-যুবতী, সেকুলার, নাস্তিক ও আধুনিক-মনন থেকে ফিরে পাচ্ছে ফিতরাতী জীবন, আল্লাহর প্রশান্তিময় জীবনব্যবস্থা ইসলাম। বাংলাভাষায় উস্তাদের সেই আল-কুর’আনের সহজ অথচ গভীর দৃষ্টিসম্পন্ন কাজগুলো প্রকাশ করতে পেরে আমরা সত্যিই আনন্দবোধ করছি। মূল কাজগুলো করেছেনে NAK| BANGLA টিম এবং তাদের সম্মানিত কর্মীবৃন্দ। তাদের অসামান্য পরিশ্রমকে আল্লাহ তায়ালা যেন কবুল করেন ও উত্তমরূপে সেগুলোকে বৃদ্ধি করে দেন বহুগুণে। আমাদের জন্য দো'আ করবেন যেন পরবর্তীতে আরো ভিন্ন ভিন্ন রত্ন উপহার দিতে পারি এই পথ চলায়...। সূচিপত্রঃ আমাদের যাত্রার কথা উস্তাদ নোমান আলী খানের জীবনী ইসলাম আমরা মুসলিম, কিন্তু কেনো? ইসলামের অপরিহার্য বিষয়াবলি, ডাকুন আপনার রবের পথে ইসলামের নিরন্তর পরিপূর্ণতা ধৈর্যশীল ও বুদ্ধিবৃত্তিক শয়তানের পথভ্রষ্টতার পলিসি এবং আমরা ধর্ম সম্পর্কে না জেনে কথা বলা দরদ: আল্লাহর রাসূলের এক অসাধারণ গুণ তিনি যেমন পৃথিবী দেখতে চেয়েছিলেনঃ ইসলাম ও বর্ণবাদ ঈমান স্থায়ীভাবে অন্তরের প্রশান্তি অর্জন দৃঢ় প্রত্যয়ী মুসলিমের দুইটি অসামান্য উদাহরণ যেভাবে শিরকের দরজা খুলে যায় অন্তহীন শূন্যতাঃ সমাধান কী? “আর রাহমান” – যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালবাসেন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহর উপর ভরসা ধরে রাখা আল্লাহর কাছে কী চাইবো? ইবাদত আমরা কেন ইবাদত করি? আল্লাহর জন্য সুসজ্জিত হোন আমি মুসলিম অথচ ঠিকমতো নামাজ পড়তে পারি না. আলহামদুলিল্লাহ’ এর আসল অর্থ কী? আপনার প্রতি আল্লাহর নেয়ামত ও শয়তানের শয়তানি চলাফেরায় বিনয় ও ভদ্রতা আখিরাত মৃত্যুপরবর্তী জীবনের প্রমাণ পৃথিবীঃ আমাদের দ্বিতীয় জীবন একটি সাংঘর্ষিক অনুভূতি সময় আখিরাতের জন্য পরিকল্পনা করা জীবনের উদ্দেশ্য আধ্যাত্মিকতা আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক পরিশুদ্ধি, ইসলাম ও আত্ম-অহংকার মানসিক শান্তির সন্ধানে কুর’আনের দৃষ্টিতে সব দেখা আল্লাহর রাস্তায় অগ্রসর হও গুনাহ হয়ে গেল, এরপর? আল্লাহর কাছে কীভাবে ক্ষমা চাইবেন? মতবিরোধপূর্ণ বিষয়ঃ ইসলামের প্রাথমিক যুগের আলেমদের দৃষ্টিভঙ্গি মুসলিম ডেভেলপমেন্ট শ্রেষ্ঠত্বের সাধনা প্রাইভেট সেক্টর এবং একাডেমিয়ার গুরুত্ব মনের অসহিষ্ণুতাঃ আল্লাহর দেয়া প্রতিবিধান যখন আপনি নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন পরিশিষ্টঃ ১ বাইয়্যিনাহ টিভি কি? পরিশিষ্ট - ২ যেখানে উস্তাদ নোমান আলী খানের কাজগুলো পাওয়া যাবে
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন লেখক এবং ইসলামি বক্তা নোমান আলী খান এর বই সমূহ ধর্মীয় যুক্তিতর্কের জন্য মুসলিমদের নিকট জনপ্রিয়তা পেয়েছে। তার ‘ডিভাইন স্পিচ: এক্সপ্লোরিং কুরআন অ্যাজ লিটারেচার’ বইটি মুসলিম বিশ্বে বেশ আলোড়ন তোলা একটি বই। এ বই তাকে লেখক এবং ধর্মীয় যুক্তিবিদ হিসেবেও খ্যাতি এনে দিয়েছে। বর্তমানে তিনি ‘দ্য বাইয়্যিনাহ ইন্সটিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কুর'আনিক স্টাডিজ’ এর সিইও এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালে তিনি এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। আমেরিকান মুসলিদের নিকট তুমুল জনপ্রিয় এ বক্তা তার ইসলামিক জ্ঞান এবং যুক্তি-তর্কের দ্বারা মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত মুখে পরিণত হয়েছেন। ইসলামিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক ‘দ্য ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ এর তৃতীয় সংস্করণে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের একজন হিসেবে তালিকাভুক্ত হন। নোমান আলী খান ১৯৭৮ সালে পূর্ব জার্মানিতে জন্মগ্রহণ করেন। তার বাবা সেসময় পাকিস্তানি কূটনীতিক হিসেবে জার্মানিতে কর্মরত ছিলেন। বাবা-মা উভয়েই পাকিস্তানি হলেও নোমানের পাকিস্তানে বেশি দিন থাকা হয়নি। বাবার কর্মস্থল পরিবর্তনের কল্যাণে সৌদি আরবে ৬ বছর বসবাস করার পর আমেরিকায় চলে আসেন নোমান। এরপর থেকে আমেরিকাতেই থাকছেন এই ধর্মীয় বক্তা। ধর্মীয় শিক্ষায় তার হাতেখড়ি হয়েছিল সৌদি আরবেই। এরপর আমেরিকাতেই তিনি চালিয়ে গেছেন ক্লাসিক্যাল আরবি শিক্ষা। বর্তমানে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে বসবাস করছেন তিনি। নোমান আলী খান বাংলা বই লেখেননি, তথাপি তার ‘ডিভাইন স্পিচ’ এবং ‘রিভাইভ ইয়োর হার্ট’ সহ বেশ কিছু বই বাংলায় অনূদিত হয়েছে। এছাড়াও, ‘প্রশান্তির খোঁজে’ এবং ‘বন্ধন’ বইগুলোও রয়েছে নোমান আলী খান এর বই সমগ্রতে।

এই লেখকের আরো বই