চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

অঙ্কের জাদুকরী প্যাকেজ

    অঙ্কের জাদুকর:---- সালামির টাকা ভাগাভাগি ঈদের সকাল। রাফাত নতুন পােশাক পরে দাদুর ঘরে হাজির হলাে। প্রতিবারের মতাে দাদু রাফাতকে এবারও সালামি দিলেন। দাদু রাফাতকে ১০০০ টাকা দিয়ে বললেন, এই টাকাটা তুমি আর তােমার বড় ভাইয়া ভাগ করে নিবে। কিন্তু তােমার ভাইয়াকে তােমার চেয়ে ৫০ টাকা বেশি দিবে। রাফাত খুশি হয়ে টাকা নিয়ে নিজ ঘরে চলে গেল। ঘরে এসে রাফাত হিসাব করতে শুরু করল। রাফাত প্রথমেই ভাবল, ভাইয়াকে ৫৫০ টাকা দিবে এবং নিজে ৪৫০ টাকা নিবে। কিন্তু সে চিন্তা করে দেখল, এক্ষেত্রে ভাইয়া তারচেয়ে (৫৫০-৪৫০) = ১০০ টাকা বেশি পাচ্ছে। কিন্তু দাদু ভাইয়াকে ৫০ টাকা বেশি দিতে বলেছে। তাই সে আবার হিসাব করতে শুরু করল। হিসাব করতে করতে তার মাথায় একটা বুদ্ধি এল। রাফাত প্রথমেই ১০০০ টাকা থেকে ৫০ টাকা আলাদা করে রাখল। এখন অবশিষ্ট (১০০০ – ৫০) = ৯৫০ টাকা সমানভাবে ভাগ করল। ৯৫০-কে ২ দিয়ে ভাগ করলে হয় (৯৫০ : ২) = ৪৭৫। রাফাত চিন্তা করল, এই ৪৭৫ টাকা দুই ভাই ভাগ করে নিবে। এরপর যে ৫০ টাকা রেখে দিয়েছিল, তা তার ভাইকে দিবে। তাহলে রাফাতের ভাই পাবে (৪৭৫ + ৫০) = ৫২৫ টাকা। ৫২৫ টাকা নিয়ে রাফাত তার ভাইকে দিল। রাফাত কিভাবে হিসেব করেছে, তা তার ভাইকে বলল। রাফাতের ভাই অনেক খুশি হলাে। রাফাতের ভাইয়া রাফাতকে বলল, তুমি যেভাবে হিসেব করলে, এভাবে অনেক অঙ্কের সমাধান করা যায়। রাফাতের ভাই রাফাতকে বলল, এই ঈদের দিনে কি তুমি, এই ধরনের আর একটি অঙ্ক শিখতে চাও। রাফাতের গণিতের প্রতি অসম্ভব রকমের ভালােবাসা ছিল। তাই সে বলল, অবশ্যই শিখব। রাফাতের ভাই বলল, তাহলে শােনাে। ম্যাজিক ম্যাথ:--- বইটি পড়লেঃ ১। অঙ্ক দেখলে আর ভয় লাগবে না। ২। তাড়াতাড়ি অঙ্কের সমাধান করতে পারবেন। ৩। পাটিগণিতের বড় ও জটিল অঙ্ক দ্রুত হয়ে যাবে। ৪। বীজগণিতের সূত্র গল্পের ছলে মনে রাখতে পারবেন। ৫। জ্যামিতির সকল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ৬। গনিতের প্রতি ভালোবাসা তৈরি হবে। গণিতের জেমস বন্ড:---- রাফাতের বয়সী ছেলেমেয়েরা যখন ভিডিও গেম খেলে, মুভি দেখে, বসে বসে গল্প করে সময় কাটায়, রাফাত তখন গণিতের বিভিন্ন মজার বিষয় নিয়ে গবেষণা করে। সে গণিতের অনেকগুলো ম্যাজিক ট্রিক্স আবিষ্কার করে। রাফাত প্রায়ই এই ম্যাজিক ট্রিক্সগুলো তার বন্ধুদের দেখায়। এগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। রাফাতের দেখানো ম্যাজিকগুলো বন্ধুদের এতটাই মুগ্ধ করে যে একদিন বন্ধুরা তাকে ‘গণিতের জেমসবন্ড’ উপাধি দেয়। প্রকৃতপক্ষে রাফাত এখানে একটি প্রতীকী নামমাত্র। গণিত ভালোবেসে যারাই গণিতকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তারা সবাই গণিতের জেমসবন্ড।
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
t

এই লেখকের আরো বই