চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ বাংলাদেশের 'ইতি-নাই থেকে ইতনা'

    ভূমিকা : লেখকের কিছু কথা। অতীতের কথা স্মরণ করতে গেলেই অতীতের ডকুমেন্টস এর প্রয়ােজন। অতীতের ঘটনার লিখিত ডকুমেন্টসকেই ইতিহাস বলা। ইতিহাস একটা দেশের সভ্যতা, শিক্ষা, ও সংস্কৃতি বিকাশের জন্য অত্যন্ত জরুরী। ছােট থেকে আমার স্বপ্ন ছিল আমি এলাকা ভিত্তিক মুক্তিযোদ্ধা, প্রাচীনতম সকল মসজিদ, মন্দির, গীর্জা, মঠ, শিক্ষা প্রতিষ্ঠান সহ অতীত সংস্কৃতির ইতিহাস লিখবাে। অতীব দুঃখের সাথে বলতে হয় যে বর্তমান স্কুল বা কলেজের কোন শিক্ষার্থীকে তার এলাকার অতীত বর্তমান সম্পর্কে কোন কিছু জানতে চাইলে বা জিজ্ঞাসা করলে তারা অপারগতা স্বীকার করে। এর প্রধান কারন হলাে স্থানীয়ভাবে/এলাকাভিত্তিক কোন লিখিত ইতিহাস নেই। অনেক আগের থেকে এই উপলব্ধি বােধ আমার ছিল কিন্তু সাংস্কৃতিক অঙ্গন নিয়ে এতটা ব্যস্ত থেকেছি যে অন্য বিষয় নিয়ে ভাববার অবকাশ ছিল না তৎসঙ্গে ছবি আঁকার জন্য আমি ও চিত্রকর নারায়ণ বিশ্বাস (নারাণ'দা) বিশ্বখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের সান্নিধ্যে থেকে ছবি আঁকা শেখার আপ্রাণ চেষ্টা করি এভাবেই অনেকটা সময় কেটে গেছে। পূর্ব থেকে এবং পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের সার্থে এমনভাবে জড়িত হয়ে পড়ি, যে ইতিহাস লেখার ইচ্ছে থাকলেও লিখতে পারি নাই। ইতিহাস লিখতে গিয়ে অনেক কিছু উপলব্ধি করেছি যা এই ইতিহাসের অংশ যেমন হিজল গাছ, তমাল গাছ, শিমুল গাছ, বকুল গাছ, পাপড় গাছ নিয়ে আমাদের লেখা উচিৎ। এই উদ্ভিদ গুলাে আমাদের চোখের সামনেই বিলুপ্ত হতে চলেছে সঙ্গে খেজুর গাছ, এক সময় দেখা যাবে এই খেজুর গাছ থেকে রস বের হয় এটা কল্পনা করে আমাদের উত্তরসূরিরা হতভম্ব হবে, ভাবতেই অবাক হয়ে যাবে। যদি এবার আসি খেলাধুলাের ব্যাপারে যেমন কানামাছি ভাে ভাে, দাড়িয়া খেলা, ডানকুটি (ডানপুথি), বুড়িচি, হাড়িভাঙ্গা, হা ডু ডু এখন প্রায় বিলুপ্তির পথে। যা হােক অনেক চরাই উতরাই পার করে আমার লালিত স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। প্রথমে শুরু করেছিলাম ইতিহাস ভিত্তিক এই লেখা ফেসবুকে লিখে পােস্ট করি। লেখাগুলাে পােস্টের শুরু থেকেই মজার ঘটনা হলাে "ফেসবুক" বন্ধুদের এতাে পরিমাণ সাড়া পেলাম যে এই এলাকার সামান্য কিছু ঘরের ইতিহাস লিখতে গিয়ে প্রায় পঞ্চাশটির কাছাকাছি পর্ব লিখে আমার মনে হচ্ছে ইতনার ইতিহাসের সামান্য কিছু লিখতে পেরেছি। যাঁরা আমাকে বিভিন্নভাবে এই ইতিহাস লিখতে। উৎসাহিত সাহায্য সহযােগিতা করেছেন তাঁদের প্রতি রইলাে অনেক অনেক কৃতজ্ঞতা। অনিচ্ছা কারনে যদি কোন ভুলত্রটি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। এস এম আলী আজগর রাজা
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
এম, আলী আজগর রাজা

কবি, গবেষক, গল্পকার, নাট্যকার, নাট্য অভিনেতা, নাট্য পরিচালক, কথাসাহিত্যিক, চিত্রশিল্পী, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী সিনিয়র সাংবাদিক, সমাজকর্মী ও সংগঠক। 

মাতা- মোসাঃ ফাতেমা খাতুন, পিতা- এস কে বজলার রহমান (রেঞ্জার সাহেব)। 
জন্ম তারিখ- ৩১ ডিসেম্বর ১৯৬৭খ্রিঃ। 
জন্মস্থানঃ- ঐতিহ্যবাহী ফাতেমা ম্যানসনে। 
গ্রাম- ইতনা, কোড-৭৫১২, উপজেলা- লোহাগড়া, জেলা- নড়াইল।

রচিত কবিতার সংখ্যা পাঁচ'শ এর অধিক যা বিভিন্ন পত্র-পত্রিকায় ইতোপূর্বে প্রকাশিত হয়েছে। দুই শতাধিক আধুনিক, পল্লীগীতি, প্যারোডি, দেশাত্মবোধক সঙ্গীত ও নাটক রচয়িতা। 

২৪ নভেম্বর ১৯৯৩ দুইদিন ব্যাপি চিত্রকর এস এম আলী আজগর রাজা ও চিত্রকর নারায়ণ চন্দ্র বিশ্বাস এর দ্বিতীয় যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। 

মোট চারটি যৌথ চিত্র প্রদর্শনী করছেন।

বাংলা ভাষা, সাহিত্য, সমাজকর্মী, চিত্রশিল্পী, সংগঠক হিসেবে বিশেষ  অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বিশেষ ও আজীবন সম্মাননাঃ-
*শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে বিশেষ সম্মাননা-২০১১ (ইতনা মা/বালিকা বিদ্যালয়,নড়াইল কর্তৃক)
*সাহিত্য, সাংস্কৃতিক ও চিত্রশিল্পে-২০১৮ (জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল কর্তৃক)
*চিত্রকর্মে বিশেষ অবদানের জন্য-২০১৮ (জেলা পরিষদ,নড়াইল কর্তৃক)
*কাদামাটি সাহিত্য পদক-২০১৯ (ঝিকরগাছা সাহিত্য পরিষদ, যশোর কর্তৃক)
*হাজার বছররের ইতিহাস সমৃদ্ধ যশোরের 'ইতি-নাই থেকে ইতনা'র লেখক হিসেবে  সম্মাননা-২০১৯ 
(শেখ আতাউর রহমান ফিরোজ কর্তৃক)
*চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য-২০২০ (ইতনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক)

লেখকের গ্রন্থ প্রকাশনার অপেক্ষায়ঃ-
* নিজের আঁকা ছবির এ্যালবাম৷                                         
 "আমার শিল্প কর্ম"।
* গবেষণা মূলক গ্রন্থ
"আমাকে নিয়ে কিছু কথা"
* গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি সম্বলিত ইতিহাস সমৃদ্ধ                   
"আমাদের এ্যালবাম"

সম্পাদনায় প্রকাশিত কাব্য ও গল্পঃ-
*জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল প্রকশনা "কবি ও কবিতা সংকলন"(কাব্যগ্রন্থ)
*পদ্মনাভ অধিকারী সম্পাদিত বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর এর কবিতা প্রকাশিত। 
* জেসমিন দীপা ও দেবাশীষ ভট্টাচার্য সম্পাদি
"কবিতা বসন্ত" (কাব্যগ্রন্থ)
* কাজী মাহফুজ রানা সম্পাদিত 
"কফিন বন্দি মানবতা" (কাব্যগ্রন্থ)
* মুহঃ আবুল কালাম আজাদ সম্পাদিত
"বাঁকড়ার আলো"তে নিয়মিত প্রকাশিত হয় গল্প ও কবিতা।
সম্পাদনা সহ বহু জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।

লেখকের প্রকাশিত গ্রন্থ সমূহঃ-
* হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ যশোরের ইতি-নাই থেকে ইতনা (প্রথম খণ্ড-গবেষণা মূলক গ্রন্থ)।
* চাটাম প্রতিযোগিতায় ছলিম মিঞা (রম্য গল্প)।
* সুরঞ্জনা দেখো কি সেই ছবি (কাব্যগ্রন্থ) 
* হাজার ক্ষতের চিহ্ন (কাব্যগ্রন্থ)।
* নির্বাচিত কবিতা (কাব্যগ্রন্থ)।
* তুমি আমার শ্রেষ্ঠ কবিতা (কাব্যগ্রন্থ)।
* পাণ্ডুলিপি (গল্পগুচ্ছ)।
* হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ বাংলাদেশের 
'ইতি-নাই থেকে ইতনা' (দ্বিতীয় সংস্করণ, গবেষণা মূলক গ্রন্থ)।

স্ত্রীঃ- মোসাঃ লতিফা আজগর উর্মী
কন্যাঃ- ঋদ্ধি আজগর ঝিলিক (সাংবাদিক)
পুত্রঃ- এস এম ওয়াছিকুর রহমান জামী (বিএ অধ্যয়নরত)।

এই লেখকের আরো বই