চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

ছড়ার চোখে দেখা

    ছড়ার চোখে দেখা : সমৃদ্ধ ছড়াকারের আগমনী “ছড়া” সারা পৃথিবীতেই সমাদৃত একটি সাহিত্যধারা। আঁতেল কেউ কেউ কিঞ্চিৎ উন্নাসীকতা প্রকাশ করলেও, বিশ্বখ্যাত কবিদের অনেকেই ছড়া লিখেছেন, ছড়ার ভালোবাসায় নিমজ্জিত হয়েছেন। বাংলা সাহিত্যের দিকপাল কবিদেরও কেউ কেউ উল্লেখযোগ্য সংখ্যক ছড়া লিখেছেন। কারো কারো কবিতায় ছড়াধর্মীতা সুপ্রকাশিত হয়েছে। ইংরেজি সাহিত্যেও ছড়া এবং ছড়াধর্মী কবিতার অভাব নেই। প্রাত্যহিক জীবনাচারে, যাপিত জীবনের বিবিধ অনুষঙ্গে ছড়া রচিত হয়েছে। হাস্যরসাত্মক, ব্যাঙ্গাত্মক, বিদ্রুপাত্মক ছড়ার জনপ্রিয়তা তুঙ্গস্পর্শী। গণ আন্দোলনে, দ্রোহে, ক্ষোভে ছড়া মনের ভাব প্রকাশের সমৃদ্ধ মাধ্যম। রাজপথের লড়াকু সৈনিকেরা ছড়ায় ছড়ায় সুরে সুরে মনের সকল অভিব্যক্তি প্রকাশ করেছেন। দেশে দেশে এই প্রবণতা দেখা যায়। মুখে মুখে ছড়া তৈরি এবং প্রতিছড়া নির্মাণ আমাদের গ্রামীণ জীবনে এক সময়ে বহুল জনপ্রিয় ছিলো। আজও তার সর্বজনীন আবেদন ফুরিয়ে যায়নি। বালক-বালিকা, কিশোর-কিশোরীদের মাঝে এই প্রবণতার মাঝ দিয়েই অনেক কালজয়ী ছড়া নির্মিত হয়েছে। বয়সী নারী পুরুষ এবং মায়েরা বিভিন্ন প্রেক্ষিত ও পরিবেশে তাৎক্ষণিকভাবে ছড়া তৈরি করে ফেলেন। বিয়ের আসর এবং সামাজিক অনুষ্ঠানাদিতেও এমনভাবে মুহূর্তের মাঝে সমৃদ্ধ ছড়ার জন্ম হয়ে যায়। দুঃখজনক হলো, এসবের অতি বৃহদাংশই সংরক্ষিত হয় না, হয়নি। রাশেদুল ইসলাম মূলত কথাসাহিত্যিক। তবে তার ছড়া প্রীতি ঘনিষ্টজনেরা জানেন। “ছড়ার চোখে দেখা” গ্রন্থভুক্ত ছড়াগুলো সবই জীবনধর্মী। প্রতিটি ছড়ায় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উঠে এসেছে। লঘু ভঙ্গিমার হলেও ছড়াগুলির বক্তব্য গভীর এবং তাৎপর্যপূর্ণ। “ছড়ার চোখে দেখা” ছড়াগ্রন্থটির বৈশিষ্ট্য প্রতিটি ছড়ার পটভূমি উপস্থাপন। এতে পাঠক অন্তরঙ্গ অনুভবে ছড়ার সাথে একাত্ম হতে পারেন। বিষয়টিতে কিঞ্চিৎ নতুনত্ব থাকায় মনোগ্রাহী হয়েছে। আমার মনে হয়েছে, ছড়া রচনায় কিছু সময় দিতে পারলে রাশেদুল ইসলাম সমৃদ্ধ ছড়াকার হবেন। জীবনের বিচিত্র অভিজ্ঞতায় ঋদ্ধিমান তিনি, ছড়াসাহিত্য রচনায় সময় দিলে শীর্ষ ছড়াকারদের তালিকায় তাঁর অন্তর্ভুক্তি কেবলই সময়ের বিষয়। আমি ছড়াগ্রন্থ “ছড়ার চোখে দেখা” এর সার্বিক সাফল্য কামনা করি। ড. সাঈফ ফাতেউর রহমান শিক্ষাব্যবস্থাপক, কবি ও গবেষক
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
t

এই লেখকের আরো বই