চাঁদের বুড়ির বয়স যখন ষোলো (হার্ডকভার)

রাজনীতির কথা প্রসঙ্গে

    ফ্ল্যাপে লিখা কথা: কমিউনিস্ট আন্দোলনের পরিচিত ব্যক্তিত্ব হায়দার আকবর খান রনোর সাম্প্রতিক রাজনৈতিক লেখা থেকে নির্বাচিত কয়েকটি রচনার সংকলন এই গ্রন্থ।বেশ কয়েকটি রচনা ভারতের কমিউন্সিট পার্টি (মার্কসবাসী)’র মুখপাত্র গণশক্তি ও দেশহিতৈষীতে ছাপা হয়েছিল। লেখক পশ্চিম বঙ্গের পাঠকদের কাছে বাংলাদেশকে তুলে ধরতে সচেষ্ট করেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস,আর্থ সামাজিক ব্যবস্থা ও প্রাসঙ্গিক সমস্যাবলীর কথা বলেছেন। তবে তা বাংলাদেশের রাজনৈতিক কর্মী এবং রাজনীতি, অর্থনীতি ও সমাজ বিজ্ঞানের ছাত্রদের জন্য সমভাবে উপভোগ্য ও প্রয়োজনীয় হতে পারে। শেষের তিনটি রচনা সত্তরের দশকের শের্ষাধে লেখা। তখনকার কমিউনিস্ট আন্দোলন এই লেখাগুলি বেশ ঝড় তুলেছিল । বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে এগুলি ঐতিহাসিক দলিল হিসাবে রয়েছে। অন্যান্য রচনা সমূহ বিগত কয়েকবছর বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে অথবা সভা সেমিনারে পঠিত হয়েছে। বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতি ও অর্থনীতি এসবের মূল বিষয়বস্তু। দৈনিকে প্রকাশিত নিবন্ধ সমূহ সাংবাদিকে ঢং-এ লেখা ,কিন্তু তথ্য ও তত্ব সমৃদ্ধ। প্রতিটি রচনায় লেখকের পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায় ,কিন্তু সুখপাঠ্য। প্রতিটি রচনা মার্কসবাদী দৃষ্টিকোণ থেকে লেখা। বাংলাদেশের রাজনৈতকি সামাজিক সমস্যাই হোক বা আন্তর্জাতিক বিষয়াবলী হোক , সবক্ষেত্রে লেখক মার্কসবাদী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। এবং একটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে পাঠককে নিয়ে গেছেন। কোন কোন রচনাং লেখক মার্কসবাদের বিরুদ্ধে সমালোচনার জবাব দিয়েছেন এবং বর্তমান বিশ্বেও যে মার্কসবাদের প্রাসঙ্গিকতা এবং সমাজতন্ত্রের ভবিষ্যৎ আছে , সে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। সমগ্র রচনার মধ্যে লেখক রাজনৈতিক নেতার ভূমিকা পালন করেছেন, তুলে ধরেছেন রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি ভাবাদর্শ ও নির্দেশনা। সূচিপত্র: ভূমিকা : প্রথম পর্ব বাংলাদেশ স্বপ্ন ভঙ্গ ও নতুন সম্ভাবনা আজকের বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্রের সমস্যা বাংলাদেশের নির্বাচন-২০০১ বাংলাদেশের শ্রমিক আন্দোলন: অতীত ও বর্তমান যে পথ পেরিয়ে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ ও বামপন্থীদের ভূমিকা স্বাধীনতা উত্তর তিন দশকের কমিউনিস্ট আন্দোলন । একটি পর্যবেক্ষণ স্বাধীনতার স্বপ্ন ও ভূমি অধিকার তেল গ্যাস সম্পদ নিয়ে লুটপাট -দেশবাসী রুখে দাঁড়াও শ্রমিক আন্দোলনের সম্ভাবনা ও সমস্যা সবচেয়ে জরুরি কর্তব্য নারী মুক্তি আন্দোলন ও মার্কসবাদ শ্রেণী ও গণতন্ত্র দ্বিতীয় পর্ব হিরোসিমা -নাগাসাকি ও পারমানবিক নিরস্ত্রীকরণের প্রশ্ন কমিউনিস্ট ইশতাহারের দেড়’শ বছর সমাজতন্ত্রের সংগ্রাম ও আজকের দুনিয়া আকবর আলী খান এবং মার্কসবাদের সমালোচনার সমালোচনা ফেলে আসা শতাব্দী : রাজনীতি ফেলে আসা শতাব্দী : অর্থনীতি
Cash On Delivery
7 Days Happy Return
Delivery Charge Tk. 50(Online Order)
হায়দার আকবর খান রনো:
বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা। নড়াইল জেলায় এক রাজনৈতিক পরিবারের দ্বিতীয় মহাযুদ্ধের সময় জন্ম হয়েছিল বলে তার ডাকনাম রাখা হয়েছিল রনো। ১৯৪২ সালের ৩১শে আগস্ট কলকাতায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। নানা ছিলেন উপ-মহাদেশের বিখ্যাত রাজনীতিক সৈয়দ নওশের আলী। পিতৃভূমি নড়াইল চিত্রা নদীর পাড়ে বরশালা গ্রামে। পিতা হাতেম আলী খান ছিলেন একজন প্রকৌশলী।

হায়দার আকবর খান রনো যশোর জিলা স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল ও ঢাকার সেন্টগ্রেগরী স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৫৮ সালে ঢাকাস্থ সেন্টগ্রেগরী স্কুল ম্যাট্রিক পাস করেন। ম্যাট্রিক পরীক্ষায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে তিনি মেধা তালিকায় ১২তম স্থান লাভ করেছিলেন। ১৯৬০ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে আইএসসি পাস করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন। কিন্তু কোর্স সম্পন্ন করতে পারেননি কারাবাস ও অন্যান্য কারণে। পরে তিনি কারাগারে অবস্থানকালে আইনশাস্ত্রে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন।

১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু হয় তার তাঁর সক্রিয় রাজনীতি। এ সময় তিনি পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মনোনীত হন। মহান মুক্তিযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। ১৯৮২-১৯৯০ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন ও ১৯৯০ এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও নেতা ছিলেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ কম্যুনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য।

এই লেখকের আরো বই